আমাদের কথা খুঁজে নিন

   

নষ্টালজিয়া:::ইন্টারনেটে ৬ বছর- এর শুরুটা...

ক খ গ ঘ...

প্রিয় ব্লগার বন্ধুদের ঈদ মোবারক। সময়টা ২০০২ এর ৩ অক্টবর। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তখন, চট্রগ্রাম কলেজে। কাছেই চকবাজার যেখানে সব কোচিং সেন্টার, বই, কাপড়, ক্যাফে ইত্যাদির অনেক অনেক দোকান। সাইবার ক্যাফে যেগুলা ছিল তার খরচ ছিল ৬০-৪০ টাকা পার ঘন্টা।

হটাত একদিন আমার এক দোস্ত দেখাল, এক নতুন সাইবার ক্যাফে চালু উপলক্ষে ৩০ মিনিট ফ্রি ইউজ করতে দেবে, আর ঘন্টা হবে ৩০ টাকা। বন্ধুর উতসাহে মন খারাপ করে বললাম-- আমি নাদান না পারি কমপিউটার চালাতে না পারি নেট ব্রাউজ করতে!!! বন্ধু মনে হল খুশিই হল। আর একজন ভাল বন্ধুর মত বলে উঠল আরে আমি তো পারি, শিখায় দিব। আমি ৩০ মিনিট বুথ ইউজ করব, পরের ৩০ মিনিট তোর নামে আমি বুথে ফ্রি বসব একসাথে। উত্তম প্রস্তাব, আর বন্ধুটা যেহেতু এসব পারে, আমার শেখাও হবে।

তো বাসায় যাবার পথে গেলাম ওখানে। বন্ধু টা আসলেই আমার খুব ভালো, কিনতু একটু পাগলা(!) মানে আইনস্টাইনের বিশাল ভ্ক্ত, আমারে উনার একগাদা ছবি, হাতের লেখা দেখায়ে অবাক বানায় ফেলল...। তারপর একটা ই-মেইল খুলে দিল আমাকে, একটা মেইল করলাম আমার জানা একটামাত্র মেইল এড্রেসে, আমার খুশি দেখে কে... খুশি নিভে গেল যখন শুনলাম ১ মাস মেইল চেক না করলে সেটা বাতিল হয়ে যাবে... নেট চালাইতেই পারি না আবার চাঁদে চাঁদে এসে মেইল চেক করব কিভাবে? বন্ধুরেও তো পাব না সবসময়!! নেট ফ্রি-ও তো থাকবে না সবসময়!!! কি আর করা ১ মাস হবার আগ দিয়ে গেলাম মেইল অপেন করতে, যেয়ে তো আর মনে পড়ে বন্ধু সেটা কিভাবে করসিল!! কাউকে জিগ্গেস করতেও লজ্জা লাগে... মনে আছে মেইল ওপেন করে আর নতুন মেইল লিখতে পারি না, কম্পোজ লিখলে যে সেটা হয় , জানতাম না!!! অবোধ নয়নে তাকিয়ে তাকিয়ে কাটিয়ে দিলাম সময়... এদিকে আবার পিসি চালাতেও জানি না, টাইপ করতেও না!!! ভয়ও কাজ করছে.... ৩৫ মিনিট পরে বুদ্ধি করে একটা মেইল খুলে রিপ্লাই টিপে কাজটা সেরেছিলাম, লিখতে যে কত সময় লেগেছিল সেটা না হয় নাই বলি!!, এ একজায়গায় তো বি আরেক জায়গায়!!!!------- মনে পড়লে এখনও হাসি পায় ------------এভাবেই শুরু, আজ হল ৬ বছর পুর্তি। এরও দু বছর পর হল নিজের পিসি, তারও তিন বছর (২০০৭) পর এই ব্লগের ব্লগার। এখন কাউকে যদি দেখি প্রথম নেট ইউজ করতে চায় , আমার এই ঘটনাটা মনে পড়ে যায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।