আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ সালামী ও জামালগোটা কাহিনী

এই ব্লগে মৌলবাদী, রাজাকার এবং জামাত শিবিরের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

আমার চাচাত ভাই মারুফ কিছুদিন আগে বিয়ে করেছেন, ওনার শশুরবাড়ি লক্ষীপুর জেলার দালাল বাজার গ্রামে। গতকাল ছিল ওনার শশুরবাড়িতে প্রথম ঈদ। মারুফ ভাই কিছুটা খাদক এবং কিপ্‌টা প্রকৃতির। গতকাল ওনার হাফ ডজন শালা-শালি সালাম করে সালামি চেয়ে বসল।

মারুফ ভাই ভাবলেন ১০ টাকা করে সবাই কে সালামি দিয়ে বিদায় করবেন, কিন্তু ওনার কাছে ছিল সব ১০০ টাকার নোট তাই কৌশলে সালামির ব্যপারটা এড়িয়ে গেলেন। এদিকে তার শালা-শালি গুলো ছিল মারাত্তক ফাজিল প্রকৃতির। সালামি না পেয়ে ওরা একটা বুদ্ধি করল। দুপুরে খাবার সময় কৌশলে পোলাও এর ডিশে জামালগোটা গুড়ো করে মিশিয়ে দিল। বাস্‌ আর যায় কোথায়।

কিছুক্ষন পর এর একশন শুরু হতেই শালা-শালিরা হাওয়া। বেচারা বাথরুমে যেতে যেতে তার বা হাতের রেখা গুলো হালকা হয়ে গেছে। আজকে সকাল পরযন্‌ত টোটাল ৭৫ বার বাথরুমে যাবার রেকর্‌ড করলেন। তাই নতুন দুলাভাই দের সাবধান করে দিচ্ছি। পাজি শালা-শালি থেকে যতদূর সম্ভব আড়ালে থাকবেন ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।