[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
ঈদ নিয়ে লিখব কিছু
অতীত স্মৃতি টানে পিছু
আজকে ঈদের মাঝে
অতীত হারিয়ে গেছে।
ঈদের চাঁদের নানান রূপ
কখনও চিকন , মোটাও খুব
ঈদের দিনের নানা ক্যাচাল
সঠিক ঈদের দিনে ভেজাল।
ছোট শিশুরাই খুশি বেশী
বড় অনেকের মেকী হাসি
আরাম আয়েস জবরজং
রঙ মেখে কেউ হয়যে সং
কারও গায়ে কাপড়ই নেই
ওসব ভাবলে হারাই খেই।
ঈদের দিনটা খুশির দিন
যার কথাটা মনে অমলিন
মনে পড়ে তারে খুশির মাঝে
খুঁজি সকাল থেকে তারেই সাঝেঁ।
বালক বালিকার হর্ষ মনে
রঙিন কাপড় জনে জনে
কত জনা তবুও উদোম
পেটের ক্ষুধা ভীষন, বেদম।
সময় হারায় , হারায় সুখ
সুখপাহারা দেয় যে দুখ
দুখের সাথেই সখ্য বেশী
আসলে সব সময়নাশী।
এমনি করে সবই যাবে
বড়বেলায় ঘুমিয়ে রবে
ছোটবেলা বদলে পরে
মুখের হাসি যাবে মরে
উল্টো পাল্টা অনু কাব্য
সময় শাস্তি হলো আরম্ভ
সহজ থেকে কঠিনে যাবে
ঈদের দিনে শাস্তি পাবে।
কেমনে কাটবে কবির দিন
মনে জড়তা , ভীষন মিনমিন
সাম্য বাদীর কথা ভূয়া
এই পৃথিবী মস্ত জুয়া
সকাল থেকে চলবে তাই
বন্ধুরা মিলে আড্ডা ভাই।
=====সকল ব্লগার বন্ধু এবং পাঠক বন্ধুকে সাম্যসুরে ঈদের শুভেচ্ছা======
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।