আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছোট বেলার ঈদ

মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলত সোনা। (লালন)

আমার বয়স ৩২, কিন্তু ঈদ আমার কাছে এখনো আনন্দের। আমার বয়সি বন্ধুরা ঈদে সারা দিন ঘুমায় অথচ ঈদের প্রতিটা মুহুর্ত আমি উপভোগ করি আর রাতের বেলায় খুব আফসোস লাগে ইস ঈদটা শেষ হয়ে গেল। ছোট বেলায় ঈদের সকালে ঘুম থেকে উঠে নতুন সাবান দিয়ে গোসল করে নামাযে যাবার আগে দুধ দিয়ে খুরমা খেতাম। নামায থেকে এসে নতুন জামা কাপর পরে যথারিতি বের হেয়ে যেতাম পাড়া ঘুরতে।

তখন ১টাকা দিয়ে রঙ্গিন চশমা পাওয়া যেত ওটা কিনে সারাদিন চোখে দিয়ে ঘুরে বেড়াতাম। আর কাচের একটা লাঠি পাওয়া যেত যেটার দাম ও ১/২ টাকা এরকম ছিল। ঐ লাঠির মধ্যে রঙ্গিন পানি ও জরি দেওয়া থাকত আর তার মাঝে ছোট আর একটা কাচের টুকরা থাকত যেটা লাঠি নারা-চারা করলে দিক পরিবর্তন করত। সারাদিন ওটা নিয়ে ঘুরে বেরাতাম আর খেয়াল রাখতাম যেন না ভাঙ্গে কিন্তু ওটা ১/২ দিনের বেশি কোনদিন রাখতে পারতাম না। একবার ঈদে নতুন ওয়েস্টার্ন জুতা কিনেছি কিন্তু তার কিছু দিন আগে পায়ে ফোরা উঠেছে, আমি ঐ ফোরা পায়ে জুতা পরে সারাদিন ঘুরেছি।

যদিও পরে ঐ ঘা টা প্রায় সেপটিক এর পর্যায়ে চলে গিয়েছিল। অনেক ভুগেছিলাম ওটা নিয়ে। ঐ দাগটা এখন ও আছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।