আমাদের কথা খুঁজে নিন

   

অনু কাব্যঃ অঙ্ক



জীবনের অঙ্কেতে ভুলে পরিপূর্ণ। যোগ কিংবা গুণ করি ফলাফলটা শূন্য। । বিয়োগ করি মোহ-ত্যাগ লোকে বলে ধন্য- আমি দেখি তারপরও ফলাফলটা শূন্য। ।

গুণ করি অনুভূতি স্বপ্ন লাবণ্য- ঘুম ভেঙ্গে দেখি আমি ফলাফলটা শূন্য। । বাদ দিই চাওয়া-পাওয়া পণ কিংবা পণ্য- তবুও দেখি শুধু ফলাফলটা শূন্য। । যোগ করি দান-প্রাণ মানুষের জন্য- অবশেষে দেখি আমি ফলাফলটা শূন্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।