টোকন ঠাকুর্দা...খাবেন না জর্দা
আলফ্রেড খোকন............জানে ফিলমী রাজা টোকন।
শামীম রেজা স্যার..............চাকরি দিয়া যান বিয়াচিন্তা ছাড়।
হযরত টিপু............. ২টাকার কাগজ দিয়া বাজাও ভেঁপু(সাহিত্য)
মাতিয়ার রাফায়েল..........খেলছে আসল খেল ।
হাসান মাহমুদ কবি............গান বাদ,আকো ছবি।
মাসুম মেকাররম........... জানান,আছেন কী র কম ।
গণী আদম ...................নতুন চৌধুরী,একলা বিয়া করে হলেন এমন সংসারি ?
নিরব কবি আসাদ.....বন্ধু না দুলাভাই বাধাইছেন ফ্যাসাদ ।
রহমান হেনরী...........শ্রমিক বটে, নেই হাতুড়ি ।
চৌধুরী ভাস্কর..............খান পান-মধুকর
মারজুক রাসেল..............খেলারাম খেলে যাও সিনেমার খেল ।
বাপ্পা গায়ক...............কীভাবে যে ঢুকে গেল দুষ্ট শায়ক ।
হামীম দাশগুপ্ত..............কুসুম কুমারী দাশ রইল উপ্ত ।
দীপংকর লাহিড়ী,,,,,,,,,,,,,,৭ ফুট হলে পাবে সম্পাদক.ই চাকুরি ।
শহিদুল ইসলাম রিপন.........সাহিত্য সাহিত্য করে কোথায় এখন ?
দেবব্রত বাবু(সমকাল)............লেখায় কাবু।
মাহবুব মোর্শেদ.......... কাগজ পুরস্কার আর বিয়ে করে শেষ জেদ ?(প্রথম পর্ব) । এই লেখার পেছনে কোন রাজনৈতিক ও হীন উদ্দেশ্য নেই। ঈদ পুজা উপলক্ষে এক অসাম্প্রদায়িক আয়োজন করে ব্ন্ধুদের শুভেচ্ছা দেয়া এর উদ্দেশ্য।
তাতেও যদি কারো কষ্ট লাগে তাহলে এ উৎসবে সেটা কবিরা বা কবিদের গুনাহ হিসেবে গন্য হবে। ২য় পর্ব নিয়ে আবার আসছি । আসলানম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।