আমাদের কথা খুঁজে নিন

   

মেঘ বালিকা

যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানী প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায়না আমি তাদের ঘৃণা করি

একজন পাথর খুড়িয়ে মাথা তুলে চাইল একজন ক্লান্ত পথিক পথ হারিয়ে দাঁড়াল একজন রাজ তনয় ঘোড়া থেকে নামল একজন ক্ষয়রুগী কাশি থামিয়ে সোজা হল....... এক্ষুণি পর্ব্বত শিখর থেকে নেমে আসবে, নেমে আসবে শিখরে বসে মেঘ ছুঁতে চাওয়া সেই নির্বাক নিরেট মানুষটা,যার হাতে মেঘ ধরার জন্য ঠাস বুনোটের জাল। কেউ জানে না,কত কাল আগে এক পাহাড়ি বালিকা মৈশুন্ডি পাতায় রং মেখে ছাপ দিয়েছিল হাতে, এরা কেউ জানে না,শুধু ওই মানুষই জানে। এরা বলে-যে ঝর্ণা গড়ায় সে তো আর ফেরে না, এরা বলে যে বাতাস বয়ে যায় সে তো আর আসে না। কিন্তু নির্বাক নিরেট মানুষটা জানে কেউ কেউ কথা রাখে কেউ কেউ শত বছরের অপেক্ষা বুকে ধরে নির্জলা মেঘের হাত ধরে ঘরে ফেরে পর্ব্বত শিখরে এসে স্পর্শ করে অতলান্ত সমুদ্র থেকে সটান উঠে আসে তার পর মেঘের ভেলায় চড়ে ভাসতে ভাসতে নির্বাক মানুষটির হাত ধরে তার পর একসাথে তারা মরণ থেকে জীবনে ঝাঁপিয়ে পড়ে....... একজন পাথর খুড়িয়ে দেখল নির্বাক মানুষটা দুহাত বাড়িয়ে ঝাঁপ দিল আকাশে,একা ? না কি ওরা দুজন ছিল ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।