আমাদের কথা খুঁজে নিন

   

ঈদে শিশুদের হাতে বই তুলে দিন



আমরা যারা বড় ,তাদের কাছে ঈদ জিনিসটা কেমন পানসে! কিন্তু যারা ছোট; মাথা দুলিয়ে দুলিয়ে আকাশের মিষ্টি চাঁদটার মতো মিষ্টি মিষ্টি ছড়া কাটে; ওদের কাছে ঈদ-ই সবচেয়ে সুন্দর দিন পৃথিবীর। বাবা-মায়ের কাছে কত্ত আবদার ওদের! লাল-জামা,নীল-ফ্রক, চুল বাঁধার হলুদ ফিতা, রঙিন স্যান্ডেল। আর আমরা, বড়রা ওদের আবদার মিটিয়েই যেন সুখ প্ইা বেশি। বাড়ি ফেরার পথে ছোট ভাইটার জন্য নিয়ে যাই সবুজ জামা। প্রিয় সন্তানের মুখ মনে করে সাধ্যের সবটুকু উজার করে কিনি ওর ঈদ-পোষাক।

চাকুরিজীবি ছেলেটা ঈদে বাড়ি ফেরার সময় বুড়ো বাবার জন্য কিনে নিযে য়ায় ধবধবে সাদা পাঞ্জাবি। মায়ের জন্য খুব বেছে বেছে কিনে নেয় একটা বয়স্ক ধরনের শাড়ি! ইদের দিনে উৎসবের সৌন্দর্যে উজ্জল হয়ে ওঠে আমাদের প্রতিটি উঠান। বিপনি-বিতানগুলোতে হৈ চৈ পড়ে যায়। আমরা আমাদের প্রিয় মানুষগুলোর জন্য কিনি নতুন জামাকাপড়। শিশুদের হাতে তুলে দেই নক্সী করা স্যান্ডেল।

এই সব কিছুর পাশাপাশি আমরা এই দিনে কি প্রচলন করতে পারি প্রিয়জনকে বই উপহার দেয়ার সংস্কৃতি। যদি আমরা আমাদের শিশুদের হাতে নতুন জামাকাপড় দেয়ার পাশাপাশি অন্তত একটি করে বই তুলে দিতে পারি, তবে আমার সৃষ্টি করতে পারবো একটি সম্ভাবনাময় নতুন বাংলাদেশ। আমাদের শিশুরা নতুন জামাকাপড় পরে বুক ভরে নিতে পারবে নতুন বইয়ের ঘ্রান। ঈদের নামাজ সেরে বাড়িতে ফিরে মাথা দুলিয়ে পড়বে শামসুর রাহমান। হুমায়ুন আজাদ।

মুহাম্মদ জাফর ইকবাল। বইয়ের পাতা থেকে ভেসে আসা ফুলের গন্ধে ওদের ঘুম চুরি হয়ে যাবে। অন্ধকারে গন্ধরাজ হয়ে উঠবে আমাদের প্রতিটি শিশু। শামসুর রাহমানের সাথে তারা ঘর ছেড়ে বের হবে হারিয়ে যাওয়া স্মৃতির শহর খুজতে। সাযেন্স ফিকশন পড়ে পড়ে আমাদের শিশুরা বিজ্ঞানী হবার স্বপ্নে বুদ হয়ে থাকবে দিনমান।

ওরা স্বপ্ন দেখবে মহাশুন্যের সব রহস্য ভেদ করবার। বইয়ের আলোয় সুন্দর হয়ে উঠবে ওদের সব সকাল; সব সন্ধ্যা। এই ইদে শিশুদের নতুন জামাকাপড় কিনে দেবার পাশাপাশি আমার যেন ওদের হাতে তুলে দেই একটি করে নতুন বই। যে বই ওদের স্বপ্ন আর বাস্তবতাকে আলোড়িত করবে। ওদের ভেতর জন্ম দেবে নতুন নতুন স্বপ্ন।

ওদের হাতে হাত রেখে আমরা পৌছে যেতে পারবো এক নতুন বাংলাদেশে। (পোষ্টটা আবার দিলাম। স্বপ্নটা সংক্রামক । আমার সব ব্লগার ভাইয়ের মধ্যে স্বপ্নটা ছড়াই পড়ুক! বার বার দেয়ার জন্য মাফ চেয়ে নিলাম তাদের কাছে; যাদের কাছে পোষ্টা বিরক্তির উৎপাদন করবে। )


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।