আমাদের কথা খুঁজে নিন

   

কি করা যায়? কোনো আইডিয়া আছে?

আমি সাধারন

আজকাল বিলবোর্ড, পোস্টার মানেই 'ভিনাইল" টাইপের জিনিষের ব্যবহার। (আমি ঠিক জানিনা যে, ওই জিনিষগুলার নাম আদৌ 'ভিনাইল" কিনা। কিন্তু আশাকরি, ছবিগুলা দেখে বুঝা যাচ্ছে কিসের কথা বলছি আমি)। যাইহোক, আজকে 'ভিনাইল" এর তৈরী এইসব পোস্টারগুলো দেখে মনে হচ্ছিলো যে, এগুলোকে কি কোনোভাবে re-use করা যায় কিনা? হয়তো ইতিমধ্যেই re-use হচ্ছে, আমি হয়তো জানিনা। হোক বা না-হোক, আমার কিছু আইডিয়া আসছে। যেমন: #ক: রিক্সার পর্দা/হুড তৈরী করা যায় #খ: ছিন্নমুলদের ঘরের পর্দা/বেড়া হিসাবে বিলি করা যায় #গ: বাজার/স্কুল-কলেজের ব্যাগ (বা, মেয়েদের পার্স) - এই আইডিয়াটা অবশ্য কোনো এক ওয়েব-সাইটে পড়েছিলাম #ঘ: নবজাত শিশুর "oil-cloth" হিসাবে ব্যবহার করা যায় #ঙ: ফুটপাতের দোকানদারদের দেয়া যায় #চ: #ছ: আরো অনেক কিছু নিশ্চই করা যায়। আইডিয়া has? (পুনশ্চ: ভিনাইলের তৈরী পোস্টারগুলো আবার পুড়িয়ে তৈরীর কথা বলছিনা, কারন মনে হ্য়, এগুলা পুড়ালে বিষাক্ত গ্যাস বের হবার সম্ভাবনা আছে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।