আমাদের কথা খুঁজে নিন

   

ভূ-কম্পনের ধ্বংসস্তুপের মধ্যে ঢাকা পড়া নগরীতে কি ঢাকা বলে চেনা যাবে!

সুন্দর সমর

আজ রাত অথবা কোনো এক আগামি কালের সকালে ৭ রিখটারের ভূকম্পনের পর ধ্বংসস্তুপের মধ্যে ঢাকা পড়া নগরীতে কি ঢাকা বলে চেনা যাবে! যতই ভাবছি ততই দু;স্বপ্ন গভীর হয়ে উঠে। র্যাং গস ভবনে গলিত আলাউদ্দিনের বাপের কথা মনে হয়, চোখে ভাসে আলাউদ্দিনের বিপন্ন চেহারা আর নির্বিকার বয়ে চলা জনতার ছবি। প্রচন্ড ভু-কম্পনের ধ্বংস স্তুপের নিচে চাপা পড়া ব্লগার আপ্রাণ চেষ্টায় যেএসএমএস পাঠাবেন তা পড়ার মানুষ কি থাকবে? অথবা সদ্য বাড়ি ভাংগা শিশুটিকে কেউ চিনিয়ে দিতে পারবে তার বাড়িঘর রিখটারের কাটায় ৭ দাগের পরিমাণে ভূমি নড়ে উঠলে ঢাকা বিরান ভূমি বা বিধবা, অনাথদের নগরী হয়ে উঠবে তা জানেন নগর-পিতা, পির্তব্য, পিতামহ বা প্রতিপিতামহের সবাই। তারপরও চোখ খুলে ঘুমান বা চোখবুজে তাকিয়ে থাকেন! যে ভাবে তাকিয়ে দেখেন ৭৪এর দুর্ভিক্ষের হোতা আর একদলের নায়করা ফিরে আসেন নানা রূপে নানা ছলে! http://www.esnips.com/web/1bangladesh Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।