বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
অসংখ্য ছোট ছোট কষ্টের তলানী পড়েছে আমার হৃদপিন্ডে,
প্রেমের লাল কণিকাগুলো স্তব্ধ হয়ে আছে শিরার বাঁকে বাঁকে,
আধাঁরের কষ্টগুলোর শুধু বুকের মাঝে অহেতুক ছোটাছুটি,
যেন কতদিন আলো দেখেনি, আলোতেই যেন সব সুখ,
আধাঁর দেখতে দেখতে কষ্টের চোখে কোন রং ধরে না,
কষ্টগুলো ফিরে বেড়ায় শুধু মৃত অলিন্দ থেকে নিলয়ে,
মৃত কোন ঘুনের ঢিপির মত সৃত্মিগুলো শুধু দুর্গন্ধ ছড়ায়,
শুকিয়ে শুকিয়ে একসময়ে মমিতে ভর্তি বুকটা, একটা পিরামিড।
মথের মত জীবন বিষর্যন দিয়ে তোমার অঙ্গ সাজিয়েছি দিনের পর দিন,
সেই আবরণে তুমি হয়েছো রেশমী অহংকারী, উঁচু গ্রীবা তোমার,
তোমার নুপুরের শব্দ পৌঁছুতে দাওনি আমার কষ্টের কানে, গড়েছো দেয়াল,
তুমি মহাশুন্যের মত অসীম কিন্তু মনটা তোমার বৃত্তবন্দী যেন বিন্দু সমান,
তোমার যমুনা সম প্রেমের নদীতে ডুবেছে আমার ডিঙ্গি বহু বহুবার,
বুকের দু পাড়ই ভেঙেছো আমার, গড়নি একটি বারও,
ভৎর্সনার হাসি হেসেছো শুধু, পড়েনি ফোঁটা অশ্রুও, ভেজেনি বুক,
পুর্নজন্ম হয় আমার বারে বার, শুধু দেখার জন্য, তোমার ভাঙন খেলা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।