সম্প্রতি আত্মহত্যা বিতর্কে জড়ানোর পর কিছু ঝাঁঝালো মন্তব্য ছুড়েন লাক্স সুপারস্টার খ্যাত অভিনেত্রী জাকিয়া বারী মম। তুলে ধরেন সুন্দরী প্রতিযোগিতার নেপথ্যের কিছু তথ্য। এমনকি বেশ কয়েকজন সহকর্মীর বিরুদ্ধেও মন্তব্য করেন তিনি। প্রশ্ন তোলেন আরেক লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মীমের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। অবশেষে মম'র এসব বক্তব্যের জবাব দিলেন মীম।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে মীম বলেন, মম শুধু আমার বিরুদ্ধেই নয় আরও অনেকের বিরুদ্ধেই বলেছেন। কেন এবং কোথা থেকে এসব কথা পেলন আমি ভাবতেই পারি না। কোনো কারণও খুঁজে পাই না। তিনি জানেন, কতটুকু সত্য বলেছে আর মিথ্যা।
সবচেয়ে মজার কথা, আমাকে নাকি জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। মম'র এ বক্তব্য পুরোপুরি মিথ্যে। বিষয়টি জেনে সেখানকার শিক্ষকরাও হতবাক হয়েছেন। আমি তখন সেখানে দ্বিতীয় বর্ষে উঠে গেছি। কিন্তু যাতায়াতে অনেক দূর হওয়ার কারণেই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাড়তে বাধ্য হই।
এরপর ভর্তি হই সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে। এটা মূলত হয়ছে পরিবারের জন্যই। এমনিতে শুটিং করি, তার উপর পড়ালেখা এবং যাতয়াতেই যদি কয়েক ঘণ্টা শেষ হয়ে যায় তাহলে তো হয় না।
অথচ মম বলেছেন আমাকে নাকি বের করে দেওয়া হয়েছে। এসব কথা কোত্থেকে পেল আমি নিজেও বুঝতে পারছি না।
প্রফেশনাল জেলাসির কারণে মম এরকম মন্তব্য ছুড়েছেন কি না তা জানতে চাইলে মীম বলেন, মম'র মধ্যে কোন জেলাসি আছে কি না সেটা আমি জানি না। এ বিষয়টা তিনিই ভালো জানবেন। তবে আমার মধ্যে কোনরকম প্রফেশনাল জেলাসি নেই। সবার সঙ্গে মিলে মিশে চলতে পছন্দ করি। এ বিষয়ে কোন সন্দেহের অবকাশ নেই।
সবচেয়ে বড় কথা, কে কী করল, কী হলো এসব নিয়ে আমি মাথা ঘামাই না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।