পল্টনে কমরেড মনি সিংহ ভবনের সামনে ফুটপাতে গত তিন থেকে চার মাস যাবৎ কিছু লোক ডিভিডি বিক্রী করে। প্রথম দিকে শুধুমাত্র ইংরেজী মুভি বিক্রি হচ্ছিল। খুব পরিচিত মুভি নয় হয়তো বাংলাদেশী বাজারে খুব চলেনা এমন মুভি। কিন্তু মজার ব্যাপার হল তারা ডিভিডিগুলো বিক্রি করছে মাত্র দশ টাকায়। প্রথম প্রথম তাকাতামই না, ধরেই নিয়েছিলাম নীলক্ষেতের মত দুই নম্বর সিনেমা নিয়ে বসেছে।
একদিন হঠাৎ খেয়াল করে দেখলাম- কোন বাংলা বা হিন্দি মুভি নেই, শুধু ইংরেজী। সো দাড়িয়ে গেলাম এবং ৪০ টাকা দিয়ে চারখানা মুভি কিনেও ফেল্লাম এই শর্তে যে না চললে ফেরত দিয়ে যাবো! ফিরে এসে চালালাম- দুটো চললো না। সুতরাং ফেরত দিলাম। বাকী দুটো চলল। প্রিন্ট অনেক ভালোই, সমস্যা হল কোন সাবটাইটেল নেই।
যাইহোক পরে আরও দুটো কিনলাম। একদিন ইংরেজী মুভি শেষ হল, হিন্দি মুভি এল, তার কিছুদিন পরে একেবারে দিশি এবং কলকাতার বাংলা এল। তারও কিছুদিন পরে ডিভিডির সাথে সিডিও এল।
হঠাৎই একদিন হিন্দি মুভি 'একলব্য' ও আরও দুটো মুভি কিনে ফেল্লাম। মজার ব্যাপার হল এগুলোতে ইংরেজী সাবটাইটেল আছে।
পরে আরও কিনলাম চাক দে ইন্ডিয়া, গুরু, ফির হেরা ফিরি। প্রত্যেকটার সাথে তিন থেকে চারটে মুভি।
অাজও পাশ দিয়ে যাচ্চিলাম। অনেকদিন থেকেই দাড়াই না কারণ ওরা এখন আর ইংরেজী মুভি আনে না। আজ চোখ পড়ে গেল একটি মুভির দিকে।
শেষ পর্যন্ত কিনে ফেল্লাম। তিনটে মুভি। তিনটেই ক্লাসিক, সবগুলোরই সাবটাইটেল আছে, একটি দুটি নয়, কমপক্ষে তিনটি থেকে সাতটি পর্যন্ত। আমি খুবই আনন্দিত। মুভি গুলো হল -
The Bridge on the river kwai- (1997) warld war II film, directed by David Lean and stars Alec Guinness, Sessue Hayakawa, Jack Hawkins and William Holden.
The longest day (1962) directed by Cornelius Ryan, about "D-Day", World War II
The guns of Navarone (1961) starring Gregory Peck, David Niven, and Anthony Quinn, Directed by J. Lee Thompson.
নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি এ মুভিগুলো মাত্র দশ টাকায় পেয়ে গেলাম বলে।
আপনারাও ট্রাই করে দেখতে পারেন.... পাইলেও পাইতে পারে অমূল্য রতন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।