আমাদের কথা খুঁজে নিন

   

ভুল বানানের ভূল। (রি-পোস্ট)

আমার এই পথ চাওয়াতেই আনন্দ............

'ভুল’ বানান লিখতে ভুল করে ‘ভূল’ লিখে ফেলেন এমন অনেকেই আছেন। কেউ কেউ আছেন ঠিক ঠাউর করতে পারেন না ভুল নাকি ভূল কোনটা সঠিক হবে। তাদের বিভ্রান্তি দূর করার কোন উপায় বোধ করি জানা নাই। স্কুলে থাকতে আমার এক বন্ধু ছিলো, সে ইংরেজি জেন্ডার পরিবর্তন করতে বললেই ভয় পেত। না, ভুল ভাবছেন সে সব পারত কিন্তু Masculine এবং Feminine এর চক্করে পড়ে তার মাথা আউলা হয়ে যেত।

মানে Masculine অর্থ পুরুষবাচক না স্ত্রীবাচক সেটাই তার মনে থাকতো না। “এখানে প্রস্রাব করিবেন না, করিলে ৫০টাকা জরিমানা প্রদান করিতে হবে। ”-এই দেয়াল লেখাটি দেখেন নি এমন মানুষ খুঁজে পাওয়া দুরুহ হবে। এটি সম্ভবত অন্যতম পুরাতন একটি দেয়াল লিখন। আমার স্কুলের বাংলা শিক্ষক এর কাছে একটা গল্পো শুনেছিলাম, সম্ভবত আপনারাও জানেন।

সেখানে লেখাটা এভাবে ছিলো “এখানে প্রস্রাব করিবেন, না করিলে ৫০টাকা জরিমানা প্রদান করিতে হবে। ” (,) চিহ্ন যথোপযুক্ত স্থানে ব্যবহার না করায় পুরো নিদের্শটাই পরিবর্তন হয়ে গেছে। গতকাল বাইরে বের হয়ে লেখাটি আবারো চোখে পড়লো একটি দেয়ালে তবে বানান গুলো এমন-“এখানে পিষ্যাব করবেন না কড়লে ৫০০টাকা জোড়িপানা। ” এবার আমার কথা বলি, ‘বর’ এবং ‘কনে’ শব্দ দুটোর ইংরেজি প্রতিশব্দ Bride ও Bridegroom। অনেক পড়েছি, মাঝে মাঝে মুখস্ত করতেও চেয়েছি।

কিন্তু কোনটা বর আর কো্নটা কনে তা গুলিয়ে ফেলি। এই মুহূর্তেও যেমন মনে পড়ছে না। ব্যাচেলর লাইফে বোধ করি আর পারবো না। আর বানান ভুল আমার লেখার প্রতি শব্দের চেয়ে বোধ করি একটা বেশি থাকে। আমার পিতা অনেক অক্লান্ত পরিশ্রম করার পর উপলব্ধি করতে পেরছেন তার সন্তান কে দিয়ে শুদ্ধ লেখানোর প্রচেষ্টা শুধুই পণ্ডশ্রম।

ভুল’ বানান লিখতে ভুল করে ‘ভূল’ লিখে ফেলেন এমন অনেকেই আছেন। কেউ কেউ আছেন ঠিক ঠাউর করতে পারেন না ভুল নাকি ভূল কোনটা সঠিক হবে। তাদের বিভ্রান্তি দূর করার কোন উপায় বোধ করি জানা নাই। স্কুলে থাকতে আমার এক বন্ধু ছিলো, সে ইংরেজি জেন্ডার পরিবর্তন করতে বললেই ভয় পেত। না, ভুল ভাবছেন সে সব পারত কিন্তু Masculine এবং Feminine এর চক্করে পড়ে তার মাথা আউলা হয়ে যেত।

মানে Masculine অর্থ পুরুষবাচক না স্ত্রীবাচক সেটাই তার মনে থাকতো না। “এখানে প্রস্রাব করিবেন না, করিলে ৫০টাকা জরিমানা প্রদান করিতে হবে। ”-এই দেয়াল লেখাটি দেখেন নি এমন মানুষ খুঁজে পাওয়া দুরুহ হবে। এটি সম্ভবত অন্যতম পুরাতন একটি দেয়াল লিখন। আমার স্কুলের বাংলা শিক্ষক এর কাছে একটা গল্পো শুনেছিলাম, সম্ভবত আপনারাও জানেন।

সেখানে লেখাটা এভাবে ছিলো “এখানে প্রস্রাব করিবেন, না করিলে ৫০টাকা জরিমানা প্রদান করিতে হবে। ” (,) চিহ্ন যথোপযুক্ত স্থানে ব্যবহার না করায় পুরো নিদের্শটাই পরিবর্তন হয়ে গেছে। গতকাল বাইরে বের হয়ে লেখাটি আবারো চোখে পড়লো একটি দেয়ালে তবে বানান গুলো এমন-“এখানে পিষ্যাব করবেন না কড়লে ৫০০টাকা জোড়িপানা। ” এবার আমার কথা বলি, ‘বর’ এবং ‘কনে’ শব্দ দুটোর ইংরেজি প্রতিশব্দ Bride ও Bridegroom। অনেক পড়েছি, মাঝে মাঝে মুখস্ত করতেও চেয়েছি।

কিন্তু কোনটা বর আর কো্নটা কনে তা গুলিয়ে ফেলি। এই মুহূর্তেও যেমন মনে পড়ছে না। ব্যাচেলর লাইফে বোধ করি আর পারবো না। আর বানান ভুল আমার লেখার প্রতি শব্দের চেয়ে বোধ করি একটা বেশি থাকে। আমার পিতা অনেক অক্লান্ত পরিশ্রম করার পর উপলব্ধি করতে পেরছেন তার সন্তান কে দিয়ে শুদ্ধ লেখানোর প্রচেষ্টা শুধুই পণ্ডশ্রম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।