যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
রূপনগর-দুয়ারিপাড়া খাল রক্ষায় জন্য মানব বন্ধন হয়ে গেলো আজ। রূপনগর আবাসিকের প্রধান সড়কে রূপনগর, দুয়রিপাড়া, আরামবাগ, আরিফাবাদের প্লটের মালিকরা সকাল ১০টায় এক স্বতস্ফুর্ত মানববন্ধনে শামিল হলেন। তাদের সাথে যোগ দিলেন পরিবেশ রক্ষার আন্দোলনে জড়িত কয়েকটা সংগঠনও।
ঢাকা শহরের খালগুলো ক্রমশ ভরাট হয়ে যাচ্ছে। খালডাকাতদের মধ্যে খোদ রাষ্ট্রপতির স্ত্রীর নামও অন্তর্ভূক্ত হয়ে যাচ্ছিলো প্রায়।
পানি নিষ্কাষনের জন্য অতীব গুরুত্বপূর্ণ চিহ্নিত খালগুলোর মধ্যে সরকার ২৬টি উদ্ধারের ক্রাশ প্রোগ্রাম নিয়ে কয়েকটা ইতোমধ্যে উদ্ধারও করে ফেলেছে। রূপনগর-দুয়ারিপাড়া এবং প্রিন্স আয়রন থেকে আরিফাবাদ পর্যন্ত রূপনগর খালটি উক্ত ২৬ খালের মধ্যে অন্তর্ভূক্ত। কিন্তু উদ্ধারের জন্য সরকারের এখন পর্যন্ত কোন উদ্যোগ পরিলক্ষিত হয় নাই।
রূপনগর-দুয়ারিপাড়া জায়গাটা মিরপুরের পল্লবীতে অবস্থিত। আরো সহজভাবে বলতে গেলে বোটানিকাল গার্ডেন সংলগ্ন পূর্বের অঞ্চল।
রূপনগর-দুয়ারীপাড়া আর বোটানিক্যাল গার্ডেনের মাঝখানে জলাভূমি ছিল যা ভরাট হয়ে এখন ইস্টার্ন হাউজিং। ঐ জলাভূমির পাশ দিয়ে প্রবাহিত হতো একটা খাল যা ক্রমশ ভরাট হয়ে যাচ্ছে। এই খাল মিরপুর অঞ্চলের সবচেয়ে বড় ড্রেনেজ আউটিং হিসাবে চিহ্নিত। উল্লেখ্য যে, জায়গাটা আশেপাশের এলাকা থেকে ১৫/২০ ফিট নীচে অবস্থিত হওয়ায় এলাকার সমস্ত পানি গড়িয়ে এই খালের মাধ্যমে তুরাগে নিষ্কাষিত হয়। খালটি ভরাট হলে পশ্চিম পল্লবীল রূপনগর, আরামবাগ, আরিফাবাদ, পল্লবী ২য়পর্ব সহ বিস্তির্ণ এলাকা সামান্য বৃষ্টির পানিতে ডুবে যাবে।
ক্ষতিগ্রস্থ হবে এলাকার ৩ লক্ষ মানুষ।
মানব বন্ধনের আরো কিছু চিত্র
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।