..
নীলতো আমারো আছে
তোমার থেকে আরো গাঢ়
তীব্র নীল ;
কি করে জিতবে আমার সাথে বলো
হাজারো নীলকন্ঠের বাস আমার ভেতরে ;
এত যে আগুন ঝরাও
পোড়াও প্রকৃতি
বুকের হাজার জ্বলন্ত চিতার
চেয়ে বেশী কিছু নয় তা ও ;
নিরন্তর বয়ে যাচ্ছো
পুঞ্জ পুঞ্জ মেঘভার নিয়ে
এওতো ব্যাকুল কান্নার সমুদ্র থেকে
ওঠে আসা বাষ্পরাশি
বৈ কিছু নয় ;
আমাকে কি করে হারাতে পারো তুমি?
তবু
একবার
শুধু
একটি বার
তোমাকে দু'হাতে স্পর্শ করতে চাই
হিমালয়ের সর্ব্বোচ্চ শিখর থেকে
দশটি আঙ্গুলে ছুঁয়ে দিতে চাই
তোমার সমস্ত নীল -অহঙ্কার।
মাত্র একটি বার
দেখতে চাই-
কি হয়
নীলের সাথে আরো গাঢ় নীল
মিশে গেলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।