আমাদের কথা খুঁজে নিন

   

অন্য কোন নিক - বৃত্তবন্দী থাকার গল্প

আল বিদা

হঠাৎ মনে হল কেউ কেউ ভাবছে আমার আরও দুই একটা নিক আছে। থাকতেই পারে। এমন কিছু লেখা থাকতে পারে যা আমার নাম বা ছবির সাথে দেয়া ঠিক হবে না। তবুও আমার একটাই নিক। কারনটি বলছি।

আমাদের একটি এ্যড অমিতাভ রেজা বানিয়েছেন। তখন দেখলাম পর পর কয়েকটি এ্যড তিনি প্রায় একইরকম বানিয়েছেন। আমাদের অফিসের ডিজাইনারকে বলেছিলাম বেনামে একটা ডিজাইন করতে। তার ডিজাইন হাতে নিয়ে দেখলাম যে কেউ বুঝবে এইটা তারই করা ডিজাইন। এই দুইজনের কথা এজন্য বললাম না যে আমি তাদের মত গুনী।

আরেকবার আমিই অফিসে তিন কোম্পানীর নামে তিনটি চিঠি লিখলাম। দেখলাম শুধু নাম বদলেছে। লেখার স্টাইল বদলাতে পারিনি। তখন বুঝলাম বৃত্ত থেকে আমি বের হতে পারি না। তবে আমার আর কোন নিক নাই কারন আমি লিখব আর অন্যের নাম হবে তা আমার ভাল লাগবে না।

ধরা যাক অন্য নিক নিলাম 'চেঙ্গীস'। আমি মুহিব লিখব আর কেউ বলবে 'চেঙ্গীস' ভাল লিখেছে তাহা সহ্য করার নহে। আবার আমার জন্য চেঙ্গীসকেও গালি খাওয়াতে চাই না। আশা করি বুঝতে পেরেছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.