আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ মোবারকের সঙ্গে দেখা

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

এক বাচ্চা পোলা। কেবল ডিম ফুটে বের হইছে। নাম জিগাইলে কয়, ইদ মোবালক। আমি কই কী কও নাম তো বুঝি না।

স্পষ্ট কইরা কও। বলে, ইদ মোবালক। পাশে বাচ্চার মা আছিল। তিনি কন, নাম হইলো মোবারক। তো ঈদ সমাগত।

সবাই ঈদ শপিং নিয়া ব্যস্ত। এমতাবস্থায় বাচ্চা নিজের নামের সঙ্গে ঈদ যোগ করছে নিজের উদ্যোগে। ফলে, তার নাম দাঁড়াইছে ঈদ মোবারক। বাচ্চাটির মাথায় আইডিয়াটা নিজে থেকে কেমনে আসছে এইটা ভাবতে গিয়া আমি টাসকি খায়া গেলাম। আজকালকার বাচ্চাগুলা তো ভীষণ হিউমারাস হয়া উঠতেছে! যাই হউক, ঈদ মোবারকের সঙ্গে দেখা করে আমি ভীষণ আনন্দিত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।