বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
আজ ২৫শে সেপ্টেম্বর। আমাদের একজন ব্লগবন্ধু রাতমজুরের জন্মদিন।
"চারপাশের শিক্ষিতদের ভীড়ে আপনি এক সার্টিফায়েড অশিক্ষিত, ভালোই আছেন সেটাও জানি। "
একটি একটি করে বছর যাচ্ছে আর আপনার বয়স বাড়ছে তারপরেও আপনাকে জানাই এই বুড়োকালে জন্মদিনের শুভেচ্ছা।
আপনার প্রতিটি দিন হয়ে উঠুক সুন্দর আর সাবলীল। সেই সুন্দরের আলোয় আপনি প্রজ্বলিত হয়ে উঠুন। আপনার আলোয় আলোকিত হোক আপনার চারপাশ আর আপনার বন্ধুরা। যার মধ্যে যা কিছু ভালো আছে সেই আলো সবার মধ্যে ছড়িয়ে পড়ুক।
ইদানিং খুব কম পাই আপনাকে আমাদের মাঝে।
এ অভিযোগটা আছে। চেষ্টা করুন অভিযোগটা খন্ডানোর।
[অফটপিক: অনুগ্রহ পূর্বক আপনাদের জন্মদিন গুলো জানিয়ে মন্তব্য করুন]
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।