আমাদের কথা খুঁজে নিন

   

যানবাহন-বাণী সংকলন

আজ সৃষ্টি সুখের উল্লাসে - মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি-সুখের উল্লাসে।

মফস্বল ,মেট্রোপলিটান এসব স্হানে যেসকল গন পরিবাহী বা মালপরিবাহী যানবাহন সমূহ চলাচল করে সেগুলার মধ্য একটা বিষয় সাধারণ । আর তা হল রঙবেরয়ের বিচিত্র মর‌্যল বা বাণী । যেগুলা আমাদের ভাবায়,...আবার হাফ -শিক্ষিত পেইন্টারদের এ সব বাণী প্রক্ষেপ হাসায় ও বটে। বলা যায় ; বাংলাদেশে যখন থেকে যানবাহন ব্যবস্হা চালু হয় সম্ভবতঃ তখন থেকেই এ প্রথা চালু হয়।

এসব মর‌্যল গুলার কোনটা খনার বচন টাইপের কোনটা আবার ধর্মীয় আজ্ঞা সুলভ আর কোনটা আবার স্হানীয় ভাষায় প্রচলিত প্রবাদ। আমার এ লেখায় ঐসব মর‌্যল বা বাণী গুলার একটা সংকলনের প্রয়াস চালাব। আর এখনো পর্যন্ত যেহেতু এ বিষয়ে পত্রিকার কলামে বা পুস্তকে কিছুই পাইনি তাই আপনাদের অংশগ্রহনও একান্ত কাম্য থাকবে। শুরু করা যাক তাহলেঃ ট্রাকঃ _____ #সমগ্র বাংলাদেশ ৫ টন। #সাধরণ পরিবহন !(আসলেই বাংলাদেশের ট্রাকগুলা নিতান্তই সাধরণ গোছের হয় ! ) #১০০/৫০০ হাত দূ্রে থাকুন।

#হরণ থামুন বাজান। #ভেঁপু বাজান! #সংকেত দিন। #ধন্যবাদ আবার দেখা হবে! _________________________ বাসঃ ____ #ব্যবহারে বংশের পরিচয়। #জনাব কিছু ফেলে গেলেন কি? #মহিলারা আসিলে পুরুষরা সিট ছাড়িয়া দিবেন। #মালামাল নিজ দায়িত্বে রাখুন।

#লা ইলাহা ইল্লা আন্তা ছোবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জোয়ালিমিন। #ধুমপান নিষেধ। #৫০,১০০ ও ৫০০ টাকার ভাংতি নাই। _________________________ রিক্সাঃ _____ #খাজা বাবা এক্সপ্রেস। #শাহ আমানত এক্সপ্রেস।

#আল্লার দান। #নামায বেহেশতের চাবিকাঠি। #আমি ছোট আমাকে মেরোনা। #আপনার শিশুকে স্কুলে পাঠান। #মা-বাবার দোয়া।

#শানে মদিনা। #খাজা গরীবে নেওয়াজ। __________________________ সি.এন.জিঃ _________ #আল্লাহর নামে পথ চলিলাম। #পিছনে ইঞ্জিন। #পিছনে ইঞ্জিন , লাগলে খবর আছে! #গাড়িটি প্রথম শ্রেণীর বীমা কৃত।

#উপরে পা তুলিবেন না। _____________________________________ _____________________________________ আপাততঃ এত টুকু ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।