আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা---গতকাল ও আজকাল......



একালের শাজাহানরা আর তাজমহল গড়েনা নেবুচাদনেজার রানিকে উপহার দেয়না শুণ্যে ঝোলানো উদ্যান রোমিও কিংবা মজনু আত্মা বিসর্জন দেয়না জুলিয়েট লাইলির জন্য। শকুন্তলা অপেক্ষা করেনা দুষ্মন্তের বোধোদয়ের... শিরি-ফরহাদ, ইউসুফ-জোলেখারা আজ কেবল ইতিহাস... কিভাবেই বা হবে বলুন তো! শাজাহান যে তাজমহল গড়বে তার জায়গা কই? নেবুচাদনেজার বেচারাও কি এখন পাবে ঘোড়া ছোটানোর প্রশস্ত দেয়াল? রোমিও কে কি আজ আর লুকিয়ে প্রেম করতে হবে? মজনু আজ লাইলিকে না পেলে কুলসুম-মরিয়ম-জরিনা-সকিনা কাউকে পাবেই শকুন্তলাও দায় নেবেনা দুষ্মন্তের জন্য অপেক্ষার... তার বুঝি আর কাজ নেই! শাজাহান এ যুগে জন্মালে মমতাজের নামে একখানা আলিশান ফ্ল্যাট কিনে নাম দিতেন তাজমহল কিছু করার থাকতোনা... অত জায়গা বিল গেটস এরও কেনার সাধ্যি নেই! নেবুচাদনেজার নেহায়েত ছাঁদ জুড়ে বাগান করে দিয়ে বলতেন 'এই নিয়ে খুশি থেকো...' রোমিও-জুলিয়েট, লাইলি-মজনু, শিরি-ফরহাদ সবাই হতেন অন্যরকম... আমাদের জানা ইতিহাসের চেয়ে...... ভাবুন তো!......কেমন হত??... যদি অমনটা হত??......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।