সাধারণ মানুষ
অবশেষে, আবার ব্রেক মিলেছে।
অনেক্ষণ বেসিক নিয়ে ঘাঁটাঘাঁটির পর অবশেষে আমদের ট্রেনার কিছু পড়ানো শুরু করেছে। এই চাইনিজ মহিলার জ্ঞান দেখলাম বেশ ভালই। সে আমাদেরকে খুব হাসি হাসি মুখে পড়াচ্ছে আর মাঝে মাঝে খুব সহজ প্রশ্ন জিজ্ঞেস করছে। সামনে বসা কেউ কেউ উত্তরও দিচ্ছে।
আর ট্রেনার তার বুড়ো আঙুল তুলে এমন ভাব করছে, বাহ, তুমি দেখে এইটা পারলা, আমি তোমার মত থাকতে এইটা জানতামই না।
আমি পড়ছি আরেক বিপদে, দেরি করে আসার কারণে, আমি কোর্স ম্যাটেরিয়াল পাই নাই। সবাই তাদের প্রিন্টআউটগুলো দেখছে আর আমি গরিবের মত তাকিয়ে আছি। আমার কাছে আবার কাগজ কলমও নাই। আমি মনে রাখার চেষ্টা করছি, যতটা পারি।
মাঝের ছোট ব্রেকে একটা বেওয়ারিশ প্রিন্ট যোগাড় করে ফেললাম।
আমাদের ট্রেনার মাঝে মাঝে তার বোতল বের করে পানি খাচ্ছে, আর সাথে সাথে একটা গুন্জন উঠছে: "রোজা রমজানের দিনে এইটা কি হইতেছে"
ভাল থাকবেন, আপাতত বিদায়।
আগের পর্ব পড়তে হলে দেখুন:
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।