সাধারণ মানুষ
রাতে ছিল নাইট ডিউটি। (এবং গতকাল দিনে ছিল দিন ডিউটি, সন্ধ্যায়) সারা রাত অফিসে কাটিয়ে, ঘুমাতে গিয়েছি সেহরির পর। সকালে এক জুনিয়র কলিগের ফোনে ঘুম ভাঙল।
ভাইয়া, আপনি কই তাড়াতাড়ি আসেন।
কি ব্যাপার?
আজকে ট্রেনিং আছে, নেন **** ভাইয়ের সাথে কথা বলেন।
**** ভাই বলেন: শোনো আজকে একটা ট্রেনিং আছে।
আমি বললাম, কয়টায়?
১১টায়, তাড়াতাড়ি চলে আস।
আমি ভাবলাম ভালই তো, অনেক সময় আছে এখনও। ভেঙে যাওয়া ঘুম জোড়া লাগনোর চেষ্টা করছিলাম।
এমন সময় বসের ফোন:"শোন, আজকে একট ট্রেনিং আছে"
আমি বলি: "জি আমি জানি, আমাকে, *** ভাই বলেছেন।
১১টায়"
ঘুম জোড়া লাগনোর পুন:প্রচেষ্টা।
এমন সময় আবার এসএমএস: "ট্রেনিং এখন হবে"
তাড়াতাড়ি করে ঘুম কে বিদায় জানিয়ে, রওনা হলাম রিকশায় ঢুলতে ঢুলতে। এরপর, এসএমএস এর মাধ্যমে দিক নির্দেশনা নিয়ে হাজির হলাম ঘটনাস্থলে।
ঢুকে দেখি এক চাইনিজ আপা ক্লাস নিচ্ছেন। বসলাম এক চিপায়।
তারপর, কিছু সময় লাগল তার ইংরেজির সাথে অ্যাডজাস্ট করতে।
ওদ= অড।
কেতার= কেটার।
হেইচ= এইচ।
(ব্রেক শেষ, বাকিটা পরে লিখব )
পরের পর্ব:
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।