আমাদের কথা খুঁজে নিন

   

আহ বৃষ্টি, উহ বৃষ্টি, গভীর রাতের অনাসৃষ্টি

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

এইমাত্র বৃষ্টিতে ভিজলাম। হুদাহুদিই। ভুল বললাম। একটা দুরাভিষন্ধী আছে। যদি কোনভাবে জ্বর বাধানো যায়! আগামীকাল অফিস কামাই দেয়া যাবে।

কিন্তু জ্বর আসছে না। বরঞ্চ মেজাজটা বেশ ফুরফুরা হয়ে গেলো। এইতো সেদিন তুমি আর আমি বসুন্ধরা থেকে বৃষ্টিতে ভিজতে ভিজতে নেমে গেলাম রাস্তায়। কাকভেজা হেঁটে ধানমন্ডী লেক। তারপরে আরও কিছুক্ষন ভিজাভিজি।

উফ! পরের দিন তোমার জ্বর, আমার কিন্তু হলো না! আজকে ভিজতে ভিজতে মনে হলো এবারও মনে হয় জ্বরটা মিস করে যাবে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।