আমাদের কথা খুঁজে নিন

   

আজকের ফুল - ধানের ফুল

রাজা

এইটা কেন দিলাম ? এইধান গাছ সবার দেখা হইছে। যদি কেউ না দেইখ্যা থাকে সে অভাগা তার জীবন বৃথা। ধানের ফুল হয়তো অনেকে লক্ষ্য করে নাই। কিন্তু পোষ্ট এর উদ্দশ্য এইটা না। বাংলায় সাধারন নামঃ ধান বৈজ্ঞানিক নামঃ Oryza sativa বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস এইভাবে Kingdom: Plantae Division: Magnoliophyta Class: Liliopsida Order: Poales Family: Poaceae Genus: Oryza Species :Oryza glaberrima , Oryza sativa যাই হোক নেটে খুজতে খুজতে কিছু ধানের নাম পাইলাম অবশ্যই দেশী জাত বা লোকাল ভ্যারাইটি। তা শেয়ার করতে এই পোষ্ট এর অবতারনা। ১. বাঘা, ২. লেপা, ৩. মহিষকান্দি, ৪. বালিয়াবেত, ৫. বান সামর্থ্য, ৬. লক্ষ্মীদিঘা, ৭. দাদা কালায়, ৮. লক্ষ্মীকাজা, ৯. ললজ, ১০. রাঙ্গীললজ, ১১. ঝুল, ১২. ধূলাই, ১৩. বাগবাই, ১৪. দলবুছ, ১৫. গিলাসইতা, ১৬. গেবরম্নয়া, ১৭. ভোজন কপর্ুর, ১৮. বয়রা, ১৯. কালাপুরা, ২০. গন্ধ কন্ডুরি, ২১. পিটিরাজ, ২২. মাইচাল, ২৩. কাঁচ কলঙ্গা, ২৪. বড়দিঘা, ২৫. বোরো, ২৬. সাইধাশ্রী বইলাম, ২৭. বাগুনবিচি, ২৮. রাজা, ২৯. মোড়ল, ৩০. হইলনে, ৩১. কালামানিক, ৩২. গয়েশ্বর, ৩৩. খইয়ামটর, ৩৪. গুইয়াকাজলা, ৩৫. পাতিরাজ, ৩৬. গরচা, ৩৭. কালো ধান, ৩৮. শালি, ৩৯. আউশ, ৪০. আমন, ৪১. জলি আমন, ৪২. গন্ধরাজ, ৪৩. বৌপাগলা, ৪৪. মাছরাঙ্গা, ৪৫. কালাধান, ৪৬. খেয়া, ৪৭. লোকনাথ, ৪৮. দুধকলম, ৪৯. কার্তিক বালাম, ৫০. নারকেলঝুলি, ৫১. কলমিলতা, ৫২. রাজাসাইল, ৫৩. নয়ন কলমা, ৫৪. ধারিয়া, ৫৫. ওলাল, ৫৬. নটাদিয়া, ৫৭. রাতাদিয়া, ৫৮. শলৈ, ৫৯. দলকচুয়া, ৬০. ফজরসাইল,৬১. গড়িয়া, ৬২. বাদশাভোগ, ৬৩. পলর নারেগা, ৬৪. জয়না, ৬৫. গাজিয়া, ৬৬. নাহিস, ৬৭. মোড়াজারা, ৬৮. পালাবীজ, ৬৯. ভসমোড়, ৭০. নলডুগি, ৭১. লতামুনা, ৭২. গুগলি, ৭৩. কানাচি, ৭৪. বাঁশফুল, ৭৫. কানাচি, ৭৬. পাঠনাই, ৭৭. সাক্করখোরা, ৭৮. আসকোর, ৭৯. কুমড়াগৈর, ৮০. ভোসন, ৮১. ঘোগাইয়া, ৮২. জৌসন সুন্দর, ৮৩. টিপুসাইল, ৮৪. সাদাগাধ্বা, ৮৫. লালগাধ্বা, ৮৬. কাওয়াকুলু, ৮৭. করমচামুড়ি, ৮৮. মালভোগ, ৮৯. গৌরকাজলি, ৯০. ন্যাথপাসা, ৯১. হরিকুয, ৯২. খৈয়ামরণ, ৯৩. পঙ্খিরাজ, ৯৪. বানধজটা, ৯৫. সাইটা, ৯৬. বিনি্নধান, ৯৭. বৈলাম, ৯৮. গন্ধকস্তুরি, ৯৯. রানধা, ১০০. নয়নমণি আরও যদি কারও জানা থাকে তাইলে কমেন্টে এড করা হউক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।