নীরব চোখে সন্ধ্যালোকে খেয়াল নিয়ে করলে খেলা!
এরপর চলে গেলো বহুদিন। এখানে থেকে গেছি আমি ও আমার
স্বপ্ন। আমার গভীর বেদনা... এখানে খেলা করে আমার স্বপ্নের স্রোত,
এখানে জন্ম নিলো কত কত গভীর কথা।
এখানে এঁকেছি স্বপ্নীল আল্পনা!
ঘাসফড়িং - ব্যস্ততা আর কিছু অনির্ণীত দুঃখকে ভালোবেসে...
ভুলে যেতে চেয়েছি অনেক কিছু!
তবু হয়না সব কিছু; অন্ধকার গাঢ় হয় পৃথিবীর বুকে
ঘর পালানো স্বপ্নরা গেয়ে যায় আরাধ্য সঙ্গীত।
জেগে থাকি বহু দীর্ঘ রাত। হিসেব মেলাতে গিয়েও পারিনা,
অন্ধকারে ছবি আঁকি - বন্ধুমুখ।
নির্জনতার ভাষাও ভুলে গেছে প্রিয় কবি,
পাখিরাও যায়নি বলে নদীর ঠিকানা-
তাই হেঁটে যাই আমি পোষ্ট অফিসে,
গিয়ে দ্যাখি আমাকেই গেছে ভুলে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।