আমাদের কথা খুঁজে নিন

   

সিলেট সিটি কর্পোরেশনের এক কমিশনার

ওয়াসিকুজ্জামান অনি

আজ একটা মজার জিনিষ লক্ষ্য করলাম, প্রতিদিনই দেখি খেয়াল করিনি। আমার পাড়ার রাস্তায় দেখি একটি স্ত্রিট লাইট জলছেনা, অবশ্য বিদ্যুতই বা থাকে কতক্ষন। তবে ব্যপার হলো কিছুদিন আগে সিটি কর্পোরেশন নির্বাচনের দুদিন আগে গত ৫ বছর না জলা বাতিগুলো হঠাত করে জলে উঠে। আমি প্রাক্তন কমিশনার আজাদকে এর একদিন আগেই বলেছিলাম যে ভাই ৫ বছর রাস্তায় বাতি পাইনি তোমাকে ভোট দিতে হলে চিন্তা করতে হবে। আমরা ৫ বছর যতবারই বাতির জন্য সিটি কর্পোরেশনে গেছি ততবারই এক জবাব পায়েছি স্টার্টার নাই। এ কথা শুনে সে তড়িঘড়ি করে বাতি জালানোর ব্যবস্থা করল। তবে এখন বাতি জলছেনা দেখে মনে হচ্ছে সব স্টার্টার আবার খুলে নিয়ে গেছে পরের নির্বাচনে ব্যবহার করবে বলে। ধন্য কমিশনার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.