আমাদের কথা খুঁজে নিন

   

আরবের প্রথম সুপার কার

“If a man hasn’t discovered something he will die for, he isn’t fit to live.” – Martin Luther King Jr. মধ্যপ্রাচ্যের রাস্তায় এতদিন ঘুরে বেরাত বিভিন্ন নামীদামি ব্রান্ডের গাড়ি। কিন্তু সময় বদলেছে, এখন আরবদের দিন এসেছে নিজেদের দেশের তৈরি সুপার কারে চড়ার। আরবদের অনেক দিনের স্বপ্ন পূরণের জন্য এগিয়ে এসেছে W Motors। যদিও W Motors নামটা অনেকের কাছেই অপরিচিত। নতুন গাড়ির নাম রাখা হয়েছে লাইকান হাইপারস্পোর্ট।

যার ডিজাইন করেছেন রাল্যফ ডেবাস। এটার ডিজাইন কিছুটা অডি আর৮ এবং ল্যাম্বরগিনি অ্যাভানটাডর এর সাথে মিল আছে। লাইকান হাইপারস্পোর্ট হল একটা আলট্রা-এক্সক্লুসিভ বাহন যেটা উৎপন্ন করতে পারে ৭৫০ হর্স পাওয়ার এবং ৭৩৮ পাউন্ড-ফুট টর্ক। ফলে এর স্পিড ২.৮ সেকেন্ডে ০-১০০ kmph উঠে, যা ম্যাক ল্যারেন এফ১, ফেরারি এনজো এবং এমনকি লেক্সাস এল এফ এ থেকেও বেশি। এর টপ স্পিড হল ৩৯৫ kmph।

লাইকান হাইপারস্পোর্ট কে লঞ্চ করা হয় কাতার অটো শোতে। আর এটার দাম কত হাঁকা হয়েছে জানেন? মাত্র ৩.৪ মিলিয়ন ইউ এস ডলার । আর যদি এটা কিনেই ফেলেন তবে এর সাথে আপনাকে দেয়া হবে ২ লাখ ডলারের একটি ঘড়ি। আর গাড়ির ইন্টিরিওর ডিজাইন এ যোগ করা হয়েছে ডায়মন্ড, গোল্ড এবং প্লাটিনাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।