আমাদের কথা খুঁজে নিন

   

আহা কি আনন্দ - ইহা কি জৈব তথ্যে যুক্ত করিব?

পরিবর্তনের জন্য লেখালেখি

আমার জীবন বৃত্তান্তে খুব বেশী কিছু লেখা যায় না। যদিও আমি সারাংশ লেখায় চিরকাল টেনেটুনে পাশ, যদিও আমি কিছুতেই কম কথায় শেষ করতে পারি না , তার পরেও কেন যেন জৈব তথ্যে সমৃদ্ধ জীবন বৃত্তান্ত লেখায় বরাবরই জিনিস হালকা পড়ে যায়। আমিও "জিনিস হালকা হইলেই খারাপ না" ভাব মারিয়া চিত্তের অপার সুখ সাগরের গভীরতম তলে সামান্য বেদনাটুকু চাপিয়া যাইবার চেষ্টা করি। সময়ের পরিক্রমায় এগিয়ে গেছে পৃথিবী। বিজ্ঞান কেড়ে নিয়েছে আবেগ।

মানুষ চাঁদকে জয় করার জন্য বানিয়েছে এরিয়া ৫১ ( যাহা বাহান্ন, তাহাই একান্ন) আর ব্রিটনি স্পিরার্স অন্তরীন হয়েছেন কারাগারে। আমার কাগুজে ওজন তাতে সামান্যই বেড়েছে। মনে পড়ে , স্কুলের শেষে ১১ বছরের সংসার ত্যাগ করিবার কালে নগদ দুই শত টাকা খরচ করিয়া "চরিত্র" ক্রয় করিয়াছিলাম। সেই প্রথম অনুধাবন করিয়াছিলাম , চরিত্রের প্রকৃত মূল্য । আর তাই, আজ "বাঁধ ভাঙ্গার আওয়াজ" এর তালে তালে রণবাদ্যের অপূর্ব মিলিত সুরের দ্যোতনায় আমার চারিত্রিক ঐতিহাসিক উন্মোচনে আমি প্রভূত পুলকিত।

"আপনি একজন বিশ্বাসী" ব্লগার। ইহা বড়ই আশ্বাসের কথা! ভাবিতেছি, দেশের রাজনীতিবিদরা এই খানে ব্লগিং শুরু করিলে ঘ্যাটনা খিতা হইবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।