মানুষকে নতুন কিছু জানাতে পারলে ভাল লাগে ....
নাইজেরিয়ার সবচেয়ে বেশি বিবাহকারী আবুবকরের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন তার স্ত্রীরা। আইনবহির্ভূতভাবে ৮৬টি বিয়ে করায় এবং ইসলামী আইন অবমাননা করার অভিযোগ তিনি বর্তমানে আটক রয়েছেন।
৮৪ বছর বয়স্ক আবুবকরের স্ত্রীরা গত বৃহস্পতিবার নাইজার রাজ্যের বিচার মন্ত্রণালয় চত্বরে উপস্থিত হয়ে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। এ সময় তাদের ১৭০ জন সন্তানের মধ্যে ২০ জন উপস্থিত ছিলেন। আবুবকরের আটককে অবৈধ দাবি করে বিক্ষোভকারীরা অবিলম্বে তার মুক্তি কামনা করেন।
নাইজারের রাজধানী মিন্না থেকে সরকারি কর্মকর্তা হাবিবু লোকমান জানান, তিনটি বাসে করে বিক্ষোভকারীরা মন্ত্রণালয় চত্বরে আসেন এবং বিক্ষোভ প্রর্দশন করেন। তিনি বলেন, এ সময় মহিলা ও শিশুরা নানা ধরনের প্লেকার্ড বহন করছিলেন। এগুলোতে লেখা ছিল; " আল্লাহ যার সঙ্গে আমাদের সম্পর্কযুক্ত করেছেন", "মানুষ তাকে বিচ্ছিন্ন করতে পারে না", "আইনগতভাবেই আবুবকরের সঙ্গে আমরা বিবাহ বন্ধনে যুক্ত হয়েছি", " আবুবকরের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই " ।
বিক্ষোভকারীরা উচ্চ শরিয়া আদালত এবং আবুবকরের নিজ শহরের ধর্মীয় প্রধানের সিন্ধান্তেরও নিন্দা করেন। আদালত আবুবকরকে চারটি স্ত্রী রেখে বাকি ৮২ জনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আদশে দেন।
ধর্মীয় আইন লঙ্ঘন করে ৮৬টি বিয়ে করায় মিন্নায় উচ্চ শরিয়া আদালতেও আবুবকরকে হাজির করা হয়।
দুই মাস আগে গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে ৮৬টি স্ত্রী থাকার কথা স্বীকার করার পর আলোচনায় চলে আসেন আবুবকর। দুই সপ্তাহ আগে আবুবকর চারটি স্ত্রী রেখে অন্যদের তালাক দিতেও সম্মত হন।
সূত্র : দৈনিক সমকাল
কেউ যদি আগের দু'টি পোষ্ট না পড়ে থাকেন তাদের জন্য আগের পোষ্ট দু'টির লিংক নিচে দিয়ে দেয়া হল : -----
প্রথম পোষ্ট লিংক : Click This Link
দ্বিতীয় পোষ্ট লিংক :
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।