জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
যদি আপনার শশুর বাড়ীর লোকেরা আপনার সাথে দুর্ব্যবহার করে এবং আপনাকে অপছন্দ করে তাহলে তাদের প্রতি আপনি দয়া ও মমতা দেখান। এবং নম্র করে তাদের কথার উত্তর দিন। যদি তারা আজে বাজে গালিগালাজ করে তাহলে সুন্দর কথার দ্বারা ও তাদের উত্তর দিন। আর নিজের কর্থাবার্তাকে মার্জিত করতে সচেষ্ট হউন।
এ রকম ব্যবহার দ্বারাই আপনি তাদের অন্তর জয় করতে পারবেন। ফলে, অতি সহজেই তাদের ভালবাসার পাত্রী হয়ে যাবেন। তাদের নৈকট্য হাসিল করতে পারবেন এবং তারাও আপনার সাথে উত্তম ব্যবহার করবেন।
এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “তুমি ক্ষমা প্রদর্শন কর এবং ভাল কাজের আদেশ দাও। আর মুর্খদের থেকে বিমুখ থাক।
(সুরাঃ আরাফঃ ১৯৯)
ভাল ও মন্দ সমান হতে পারে না। মন্দকে প্রতিহত কর তা দ্বারা যা উৎকৃষ্টতর, ফলে তোমারও যার মধ্যে শত্রুতা রয়েছে সে যেন হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু। আর এটি তারাই প্রাপ্ত হবে যারা ধৈর্যধারন করবে, আর এর অধিকারী কেবল তারাই হয় যারা মহাভাগ্যবান।
(আরেকটা কথা শশুরবাড়ীর লোকেরা যদি আপনার উপর শারীরিক নির্যাতন চালায় অথবা অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয় তখন কিন্তু আপনাকে আইনের আশ্রয় নিতে হবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।