বন্ধুদের নিয়ে বাঁচি
আইসিএলে অংশ নেয়া শ্রীলংকার পাঁচ ক্রিকেটার ও একজন আম্পায়ারের উপর আরোপিত শাস্তি প্রত্যাহার করে নিয়েছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড।
নির্বাহী কমিটির সভায় সাবেক অধিনায়ক মারভান আতাপাত্তু,রাসেল আর্নল্ড সহ পাঁচ ক্রিকেটার এবং আম্পায়ার র্যানমোর মার্টিনেজের শাস্তি প্রত্যাহার করে নেয়া হয়। ফলে শ্রীলংকার ঘরোয়া ক্রিকেট লীগে এদের খেলতে আর বাঁধা রইলোনা।তবে তারা আন্তর্জাতিক কোন ম্যাচ খেলতে পারবেন না।
গত বছর আইসিএলে যোগ দেয়ার পরই শ্রীলংকার পাঁচ ক্রিকেটারের উপর শাস্তির খড়গ নেমে আসে। এদের সাসপেন্ড করার পরও আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলংকা দলের সাফল্যের রথ থেমে থাকেনি। মাহেলা জয়ার্ধেনার নেতৃত্বে তারা একের পর এক সাফল্য পেয়ে যাচ্ছে।
উল্লেখ্য ,আইসিএলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাবিবুল বাশার সহ ১৩ ক্রিকেটারকে দশ বছরের জন্য সাসপেন্ড হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।