আমাদের কথা খুঁজে নিন

   

৩ মামার হাতে ভাগ্নে খুন

মামা বাড়িতে জোর করে থাকা ও বাজারের দোকানে বসা নিয়ে বিরোধের জের ধরে ৩ মামা ও সৎ ভাই উপুর্যপরী কুপিয়ে হত্যা করে শিবচরের গার্মেন্টস ব্যবসায়ী সোহেল মল্লিককে (২৪)। একটি দুটি নয় ধারালো অস্ত্র দিয়ে অন্তত  ১২ টি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে।

এসময় নিহতের কাছে থাকা প্রায় ৯০ হাজার টাকা, ২টি মোবাইল সেট ভাগ করে নেয় ঘাতকরা।

মাদারীপুরের শিবচরের গার্মেন্টস ব্যবসায়ী মো. সোহেল মল্লিককে নৃসংশভাবে হত্যাকান্ডের ঘটনায় শুক্রবার রাতে কুমিল্লার হোমনা থেকে নিহতের ছোট মামা শাহীন হাওলাদারকে (৩০) গ্রপ্তোরের পর পুলিশের এক ব্রিফিংয়ে হত্যাকান্ডের লোমহর্ষক এ স্বীকারোক্তি দেন। হত্যাকান্ডের সময় মামা শাহীনসহ ৩ মামা মিলে বুকের উপর উঠে প্রথমে গলায় ও পরে পেটসহ সারাদেহে ছুরিকাঘাত করে ঘুমন্ত সোহেলকে হত্যা করে।

পুলিশ জানায়, দেড় বছর আগে সোহেলের মা আওয়ামীলীগ নেত্রী হেলেনা বেগম শিবচরের যাদুয়ারচর গ্রামে তার বাবার বাড়িতে একটি ঘর তুলে দেয়। কিন্তু ৩ মামারা এর বিরোধিতা করে সোহেলকে বাড়ি থেকে চলে যেতে বলে। এ নিয়ে এর আগে মামাদের সাথে সোহেলের মারামারি পর্যন্ত হয়। এরপর গত ৬ রোজায় শিবচর বাজারে একটি গার্মেন্টসের দোকান দেয় সোহেলের মা। সোহেলের মা দোকানের দায়িত্ব দেয় সোহেল ও তার মেঝ মামা মিজানকে।

এক সপ্তাহ না পেরোতেই মামা মিজানকে দোকান থেকে বের করে দেয় সোহেল। এ নিয়ে বিরোধ চরম আকার ধারণ করে। এরই জের ধরে তাকে হত্যা করা হয় মল্লিককে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।