তরুণদের ভাল কিছু করার আকাঙ্খা যখন তারনা দেয়, একটা দেশ তখনই অগ্রসর হয়।
If you cant change the world then change yourself...
কথাটা কার জানি না, তবে আমার অনেক পছন্দের একটা লাইন।
আমি সব সময়ই বিশ্বাস করি উন্নতির জন্য পরিবর্তন অত্যাবশ্যকীয়, যেহেতু আমার পক্ষে সামগ্রিক পরিবর্তন প্রায় অসম্ভব
তাই সব সময় ভাবি নিজেকেই বদলে ফেলবো, তবে হয়ে উঠে না।
কিছু কিছু অভ্যাস অবশ্য ধিরে ধিরে পরিবর্তিত হচ্ছে।
আমি একটা কথা মাঝে সাঝেই অনেক বন্ধু ছোটভাই দের বলি তা হচ্ছে,
""ডিপেন্ডেড মানুষ আর কম্পিউটার একই জিনিষ, দুইটাকেই স্টার্ট করতে আরেকজন লাগে''
আমি ভারতের উপর ডিপেন্ডেঞ্চি কমানোর পক্ষে সব সময়, হোক সেইটা খাদ্যে, অর্থনীতিতে অথবা সংস্কৃতিতে।
ওরা আমাদের পড়শি, আমরা সব সময়ই পড়শি সুলব আচরণ করি তবে আমাদের প্রাপ্যটা কক্ষনোই পাই না।
ফেলানির বিচারের নাটকটা করে ওরা দেখিয়ে দিলো ওরা যা ইচ্চা তাই করতে পারে/চায় আমাদের সাথে।
যদি এই প্রহসনটা নাই শুরু করতো আমরা কিচ্ছুই বলতাম না, কারণ আমরা তো হচ্ছি হুজুগে জাতি, একটা ঘটনা ঢাকতে আরেকটা
সামনে এনে দিলেই আগেরটা ভুলে খাইয়া বসি।
কিন্তু শুরু করে এই তামাশা দেখিয়ে ওরা এই প্রমাণ করলো, ওদের যা ইচ্ছা ওরা তাই করতে পারে।
আমরাও অনেক কিছু করতে পারি, তবে আমরা সেইটা করবো না, তবে কেন করি না আমি সেইটাও জানি না।
আগেই বলে নিই, আমি কোন টেলিকমে জব করি না, এটা বললাম নয়তো কেও কেও বলবেন, আমি বাকি টেলকোদের দালালী করতেছি।
সবাইকে তো আর বলতে পারি না যে এয়ারটেল এর সিম ফেলে দিন, তাই নিজেই একটা ডিছিসন নিছি, আমি আজ থেকে আর কোন এয়ারটেল নাম্বারের
কল রিছিভ করবো না। ধিরে ধিরে আরও যা যা আছে ওদের সবই বর্জন করবো।
এইটা, আমাদের বর্ডারে ফেলানি সহ আরও সকল বাংলাদেশীদের হত্যার বিরুদ্ধে আমার ক্ষোভের বহিঃপ্রকাশ।
আমরা প্রতিটা ইন্ডিভিজুয়াল বাংলাদেশীই চাইলে ওদের দেখিয়ে দিতে পারি আমাদের ক্ষমতা কি, কিন্তু আফসোস আমরা দেখাবো না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।