আমাদের কথা খুঁজে নিন

   

মন ভেঙ্গে আমাকে ভাংলে

সাদিয়া জাহান প্রভা আমার প্রিয় মডেল তারকাদের একজন

আমার চেয়ে বয়সে এক বছরের চেয়ে বড়। এমন একটা ছেলেকে দেহ মন সপে দেই। ভেবেছিলাম আমার মত ও আমাকে খুব ভালো বাসে। কিন্তু না সেই ভালোবাসা আমার কপালে সইল না। ক্যাম্পাসে ক্লাসের ফাকে কত যে আড্ড দিয়েছি তার শেষ নেই।

আমার চেহারা অতটা সুন্দর নয়। যেটা ওকে আকর্ষণ করত। ও একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ে। আর আমি পড়ি গনিতে। পাশ করে আমি আমাকে টেনে নিতে পারতাম।

কিন্তু ও এটা কি করল। আমার স্বপ্নগলো এলো মেলো করে দিল। কেন তুমি এটা করলে । হায়রে পুরুষ জাতি তোমার অস্তিত্ব সম্মান নিজেই বিকিয়ে দিলে। আমার মনটা ভেঙ্গে দিলে।

এখন আমি নিজেই নিজেকে ভাঙ্গি। অনার্স শেষ বর্ষের পরীক্ষাটা আরো খারাপ করে দিলে। আমাকে নিয়ে কনে তুমি মিথ্যার প্রসাদ গড়লে। আমিও তোমার অত্তিত্বে অভিশাপ দিচ্ছি তুমি যেটুকু প্রতারনা করেছ যেটুকু কষ্ট যেন গড তোমাকে দেয়। আমি চাই তোমাকে ভুলতে।

কিন্তু পারি না। আমার অস্তিত্ব ছিল তোমাকে নিয়ে। একসাথে রিকসায় ঘুরা, বাসে ঘুরা, শপিং করা আর কত কিছু। চোখ বন্ধ করলে আমি সব দেখতে পাই। তুমি যেই মোবাইলটা দিয়ে ছিলা সেটা ভেঙ্গে ফেলেছি।

তুমি যেই শাড়ীটা দিয়ে সেটা রহিমা বুয়াকে দিয়ে দিয়েছি। আমি কষ্ট করে টিউশনি করে তোমকে যে শার্টটা দিয়েছি সেটা কি তুমি পড় তুমি তো পড়বেই। আমার রুম মেট শায়লা দেখেছে তুমি সেই নীল শার্ট পড়ে আর একট মেয়ে নিয়ে ঘুরছ। তুমি আর কটা মেয়ের সর্বনাশ করবে। আমি কষ্ট পাচ্ছি এই কারনে তোমার প্রতি আমি ছিলাম অন্ধ।

নাক থাকতেও আমি মল খেয়েছি। আমি তখন বুঝিনি। বালিকা তোমার মনকে দিয়ো না এমন জনকে যে ফুলেফুলে মধু পান করে আবশেষে কেটে পড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।