ঘুমভেঙ্গে তুই চাসনা আমার চোখে
হাটিসনা তুই আমার সাথে আর,
হোসনা আমার সংগী ওরে তুই
কস্ট পাওয়া ইচ্ছে গুলো ছাড়!!
স্বপন যে তোর অনেক দেখা হল
সাক্ষী ভোরের শিশির টলোমলো,
সবুজ সকাল শিশির ভেজা ঘাসে
ভুলেযা তুই কেউছিলো তোর পাশে!!
ঘুম ভাং গা তোর সবুজ সকাল আর
না হোক শুরু আমার সাথে আর!!
কস্ট কেন দিস আমাকে তুই
কান্না কেন আনিস আমার চোখে?
অবুঝ তোর ইচ্ছে গুলো সব
কাঁদায় আমায় বুঝায় নাকি তোকে?
তোর সাথে ঐ সোনালী রোদমেলায়
চাইনা ছুতে হাতটি আমি তোর,
আমায় ছাড়াই একটু সকালবেলা
হোকনা শুরু হোকনা মিঠেল ভোর!!
সূর্য যখন গন গনিয়ে ওঠে
ঠিক দুপুরে প্রখররোদের ভাজে,
মেঘের ছায়ায় উদাস আমার মন
দুঃখ ব্যাথায় তোর ছায়া যে বাজে!!
ফুরিয়ে আসা ক্লান্ত বিকেল মাঝে
সবার সাথে লুকি্য়ে পথ চলি,
ভীড়ের মাঝে চুপটি করে তোর
কানে কানে অনেক কথাই বলি!!
ছায়া হয়েই আছি যে তোর সাথে
জড়িয়ে রাখি সুপ্তমায়ায় তোরে,
আঁধার হতে গুন গুনিয়ে গাই
তোর রাত্রী সকাল দুপুর ভোরে!!
জোছনামাখা সন্ধ্যা যখন নামে
সাঝের মায়া তোর মুখে যে থামে।
চাইনা আমি মুখটি পানে ওরে,
সইতে আমি পারি নারে আর
কেমন করে ছাড়বো আমি তোরে?
অনেক মায়া দুঃখ করে দিয়ে
আসলি কেনো আমার কাছে তুই?
অনেক চেয়েও পাবোনারে তোরে
কোন সাহসে তোরে আমি ছুই?
অচিন পুরের অচিন পাখি হয়ে
সারা জীবন থাকি ই না হয় আমি।
স্বপনপুরের লুকোচুরির খেলায়
স্বপন গুলো থাক না হয়ে দামী।!!
লুকিয়ে নাহয় ছিলাম বুকের মাঝে
আর সেখানে কেই বা বল আছে???
নাইবা হল এই জীবনে পাওয়া,
সকল ব্যাথা থাক না হয়েই চাওয়া!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।