ওঠ্ না'রে মন, ওঠ্ না... ডাকছে তোকে জোছনা...
ওঠ্ মন, ওঠ্ না
কথা শোন্, শোন্ না । ।
আজ আকাশ আলো করে,
তারারা ডাকছে তোরে । ।
তোর অভিমানের বন্ধ ঘরে
নাড়ছে কড়া জোছনা...
ওঠ্ না'রে মন, ওঠ্ না
ডাকছে তোকে জোছনা...
ওঠ্ মন, ওঠ্ না
কথা শোন্, শোন্ না...
আমায় রাখিস কেন বেঁধে
কি লাভ শুধু কেঁদে...
দুঃখগুলো আগলে কেন
রাখিস সেধে সেধে ।
।
আজ অনেকদিনের পরে,
আমার অন্ধকারে । ।
দখিনা হাওয়া কপাল ছুঁয়ে
আমায় আদর করে...
ওঠ্ না'রে মন, ওঠ্ না
ডাকছে তোকে জোছনা...
ওঠ্ মন, ওঠ্ না
কথা শোন্, শোন্ না...
তুই মরণ ঘুমের ঘোরে
দু'চোখ আছিস বুজে
অনেক আঁধার পেরিয়ে পেলাম
একটু আলো খুঁজে । ।
আজ অনেক কান্না শেষে,
আমি তো উঠেছি হেসে । ।
চোখ মুছে তুই হাস'না রে মন
আবার ভালোবেসে...
ওঠ্ না'রে মন, ওঠ্ না
ডাকছে তোকে জোছনা...
ওঠ্ মন, ওঠ্ না
কথা শোন্, শোন্ না...
আজ আকাশ আলো করে,
তারারা ডাকছে তোরে । ।
তোর অভিমানের বন্ধ ঘরে
নাড়ছে কড়া জোছনা...
ওঠ্ না'রে মন, ওঠ্ না
ডাকছে তোকে জোছনা...
ওঠ্ মন, ওঠ্ না
কথা শোন্, শোন্ না...
~সায়ান~
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।