আমাদের কথা খুঁজে নিন

   

২১ আগষ্ট ২০০৪

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

তন্দ্রাচ্ছন্ন ছিল সেই বিকেল জনাকীর্ন বঙ্গবন্ধু এভিনিউ শ্লোগানে শ্লোগানে মূখরিত চারিদিক সস্তস্ফূর্ত জনগণ আনন্দে উদ্বেলিত ব্যানার ফেস্টুন নিয়ে এসেছে ওরা গণতন্ত্রের খোজেঁ হঠাৎ বিকট শব্দে প্রকম্পিত হলো জনতার মন্ঝ গ্রেনেড বৃষ্টিতে বিধস্ত এভিনিউ রক্তাক্ত হলো মিছিলের নগরি পুলিশের গাড়ির সাইরেন আর এম্বুলেন্সের কান্নার শব্দ কি হয়েছে এ শহরের আজ ? চারিদিক জনমানব শুন্য কোথাও কেউ নেই রাস্তার বাকেঁ গাড়ির জটলা নেই সবায় দ্রুত ঘরে ফিরছে চোখে মূখে আতন্কের ছাপ কি এমন ঘটেছে শহরে ? পুলিশের তল্লাশি আর দৌড় যাপ অশুভ ইঙ্গিতের সুস্পষ্ট ইন্দন রেখা রাস্তার মোড়ে চেকপোষ্টের দৌরাত্য কান্নার আহাজারিতে বেদনাশ্রুত শহরের অলিগলি স্পষ্টত কানে......... শাহবাগের মোড় থেকে এগিয়ে হাসপাতালে ঢুকতেই বিভৎস সেই দৃশ্য কারো হাত নেই কারো পা নেই হাসপাতালের বাতাস ভারি এমন কেন হলো......... দলে দলে মানুষ এসেছে রক্ত দিতে আমি ও ছিলাম স্বজন হারাদের ভীড়ে লজ্জায় ক্ষোভে রাজপথের পীচ খসে পড়লো জাতি হিসেবে উলঙ্গিত হলাম ভুলুন্ঠিত হলো মানবতা জাতি সন্দিহান ওদের জন্ম পরিচয়ে ওদের জন্ম কি মানুষের পেটে না কুকুরের? ধিক সেই রাজনীতি ধিক সেই রাজনীতিবিদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।