যদি আসতে সমুদ্রের উত্তাল জলরাশি যেমনি আসে
এসে প্লাবিত করে দেয় সাগরসৈকত দূর করে শুষ্কতা,
সঙ্গে নিয়ে আসে কোয়া্র্টজ ফেলসপার আর মাইকা,
সেগুলি উগড়ে ফেলে যা কিছু ক্ষুদ্র জটিলতা ;
টেনে নিয়ে যায় বুকে ,ভারীমনিক ধূয়ে দিয়ে যায়
সেগুলি সৈকতে পরে থাকে দারুণ বিশুদ্ধতায়।
যদি আসতে বিশাল ঢেউ ভেঙ্গে যেমন পাল তোলা নৈাকা ভীড়ে,
হাওয়ার উপর ভর করে সবকিছু তুচ্ছ করে ছুটে আসে তীরে।
সঙ্গে নিয়ে আসে ঢেউয়ের জলতরঙ্গ অপেক্ষার সমাপ্তিগাঁথা
দূরন্ত ছুটে চলায় লাগাম দিয়ে সুস্থির মিলন মহাকাব্য কথা ।
যদি আসতে আকাশের বুকে ভেসে থাকা মেঘমালার মতন
হাওয়ায় ভেসে ভেসে শীতল হয়ে জমে সুশীতল বারিকনারা যেমন্।
এক পশলা বৃষ্টি হয়ে নেমে আসে শুষ্ক ভূমিতে স্নিগ্ধতা আনে
উদ্ভিদ তরুলতা গুল্মে লাগে ছুয়া -প্রাণের ছোঁয়া লাগে প্রাণে।
যদি আসতে তেমন করে আমার অপরাধ হেলায় তুচ্ছ করে,
সকল বাধা বিপত্তি পেরিয়ে অযথা আশংকা পদপিষ্ট করে;
পরম মমতায় গভীর স্নেহে নিতে আমায় কাছে টেনে সুখসঙ্গমে
যেখানে শুধু নির্জনতা যেখানে অন্য কেহ নেই শুধু দুটি হৃদয় সুখমন্থনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।