আমাদের কথা খুঁজে নিন

   

তবু দাও একটি অক্ষর একটি অক্ষর , একটি শব্দমালা ভালবাসি।



অব্যক্ত কথার ,আশান্বিত চোখ ক্ষত শত ছিদ্র হৃদয়ের দীর্ঘ শ্বাসের প্রতিচ্ছবি আকার ,জানার ভাষা আছে আমি উন্মাদ পাগল পারা নির্বোধের অবিবেচক চাওয়ায় প্রহৃত আমার একটি ভাষার অভিধান চাই আমি একজন ভাষাবিদ চাই আমাকে শিখতে পেতে হবে একটি ব্যকরণ বর্নমালার আদর্শলিপি । আমার সম্বলের অশ্রুমালা অসম্ভব সৌন্দর্য্যের প্রতীক দ্বৈত আখি , রক্ত সৌধ সব তোমার আমি শুখিয়ে কাঠ হয়ে যাব , জীব অনু দুর্বল হয়ে যাবে আমি দ্বিতীয়বার অন্ধ হয়ে যাব , তবুও আমি পেতে চাই একটি অভিধান। অামি ভিখারী ,অসহায়ত্বের হোচটে বিষময়ী, লাথি মার, তবু দাও একটি অক্ষর একটি অক্ষর , যা দিয়ে সাজিয়ে লিখে ফেলব, একটি শব্দমালা ভালবাসি। অামি এক হতভাগা , নিরক্ষর , ভাগ্যহারা আমাকে একটা ভাষা দাও আমি আমার প্রিয়ার প্রবোধ হারা আখি তটে নিরব জলের অশ্রুল আশা ,শুভ্র হাসি , দিবানিশি অপেক্ষা ,বেহায়পনা, ভালবাসার প্রতারনার, গল্পগুচ্ছ পড়তে পারি । ন্যাকামো নয় করূন কন্ঠে আকুতি আমায় কিছু বর্নমালা দাও। আমি চীর উদাসি, চির গৃহহারা , ভালবাসা বিলাসী। আমাকে ক্ষনকাল কবিত্বের বর দিবে ? ছলছল চোখে ,অবুঝ বিবেকে অস্থির চিত্তে মাত্রা বৃত্তের নৃত্যে একটি কবিতা লিখব উৎসর্গিত করব অর্জনের শেষবিন্দু কবিতা মাল্য স্বপ্ন বিলাসী প্রিয়ার হৃদয় অলিন্দতটে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।