আমাদের কথা খুঁজে নিন

   

ইসি পুনর্গঠনের পরামর্শ নাজমুল হুদার

নির্বাচন কমিশন পুনর্গঠনের ক্ষেত্রে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার পরামর্শ নেয়ার আহ্বানও জানিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা।
আগামী নির্বাচন নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের বিপরীত অবস্থানে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কার মধ্যে এই প্রস্তাব দিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি হুদা।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, “বিএনপি, জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি জাতীয় রাজনৈতিক দল ইত্যেমধ্যেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রশ্নে তাদের অনাস্থা প্রকাশ করেছে। তারা এই কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহনে অপারগতা প্রকাশ করেছে।
“এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন পুর্নগঠন করা অপরিহার্য হয়ে পড়েছে।

জাতীয় স্বার্থে বিশেষ করে বর্তমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সব দলের মতামত নিয়ে এখন রাষ্ট্রúতির নির্বাচন কমিশন পুর্নগঠনই উপযুক্ত পদক্ষেপ হবে। ”
“নির্বাচন কমিশন পুনর্গঠনে বিশেষ করে বিরোধীদলীয় নেতার পরামর্শ অবশ্যই নিতে হবে, যা সম্ভাব্য পূর্নগঠিত নির্বাচন কমিশনকে গ্রহণযোগ্যতা দেবে। ”
সংবিধান অনুযায়ী, আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে আগামী সংসদ নির্বাচন হবে।
সংশোধিত সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নির্বাচনের পথে এগোলেও নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে আন্দোলন করছে বিএনপি।  
নাজমুল হুদা বলেন, “নির্বাচনকালীন সরকার যেই থাকুক না কেন, নির্বাচন কমিশনকে যদি প্রকৃতই ক্ষমতাশালী করে স্বাধীন এবং নিরপেক্ষ রাখা যায়, তাহলেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।