আমাদের কথা খুঁজে নিন

   

ঘুম ভাঙ্গার গল্প

একট হাসি, অলস দুপুর, এক ফোঁটায় জলের পুকুর।

ধুসসসসসসসসসসসসস ঘুমাচ্ছিলাম কি আরামে, কিন্তু না, তা তার সহ্য হবে কেন ? আমার সুখ তো আর কারও সহ্য হয় না, সেই বা বাদ পড়বে কোন দুঃখে ?? ইফতারের পরে কারেন্টের একটু ঈদ শপিং এ বেরোতে হলো। তার ও তো ঈদ, রাগ করি কেমনে? তার উপরে ক্লান্ত লাগছিলো, তো আমি বিছানায় গা এলিয়ে ছিলাম শুধু। কখন যে চোখ লেগেছে টের পাইনি। সে দিলো সেই ঘুমটা ভাঙ্গিয়ে? আমার এ্যাতো সখের, ভালোবাসার ঘুম ।

এইভাবে কেউ কাউকে ঘুম থেকে টেনে তুলে?? অবশ্য সে যে আমায় টেনে তুলেছে এমন না, এত মিষ্টি করে আমার ঘুম অনেকদিন কেউ ভাঙ্গায়নি। নরম আদরে আর কোমল ভালোবাসায়। গুন গুন করে সুরও ভাঁজলো একটু যেন। আর যখন আমি উঠতে না চেয়ে মুখ লুকাচ্ছিলাম, কি ভাবে আটকে দিলো আমায় আলতো স্পর্শে। মোবাইল থেকে আড্ডা মারছিলাম ইয়াহুতে, জবাব পড়ছেনা দেখে সে বাতিও নিভে গিয়েছিলো।

ঘুমিয়ে পড়েছি দেখে মা বাতিও নিভিয়ে দিয়েছিলো। জানালা দিয়ে ঝির ঝির বাতাস আসছিলো। বাতাসে গেল পর্দা সরে, আর ব্যাটা চাঁদ আমার পুরো ঘর ভাসিয়ে দিলো আলোয় । আর সেই আলোতে আমার ঘুম গেল ভেঙ্গে। কোনো মানে আছে?? বলো?? না হয় আমি প্রতি পূর্নিমাতেই তার সাথে সারা রাত আড্ডা দেই, তাই বলে কি একবার ঘুমুতে পারবো না?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।