কাগু ক্যান স্টার্ট অ্যা ফায়ার ইউজিং জাস্ট টু আইস কিউবস
বিজ্ঞাপণের দৌরাত্নে টিভি খুল্লেই মিজাজ গরম হয়ে যায় । সেদিন এক উঠতি জাপানিজ মডেল ইন্টারনেট সংযোগ এর বিজ্ঞাপনে ডাইলগ চুদাচ্ছে , তুমারে ভালবাসি, তাই এই ফ্লেক্স কুম্পানি থাইকা নেট কানেকশন লাগাও । হা ! , কি ডাহা খানকিবাজি, কি মিথ্যাবাজি । ইচ্ছা করছিল কইস্যা একটা লাত্থি দেই । বিক্রী করতাছে ইন্টারনেট কানেকশন, আর পাবলিকরে দেখাচ্ছে ডাসা মডেল ।
এই অনাচারের শেষ কোথায় ।
মডেলদের কেনো সুন্দর হতে হয়, কেন তাদেন বুক খাড়া কোমর চিকনা পাছা উচা হতে হয় । প্রতারণার জন্যই নয় কি । ১ টাকার লজেন্সের বিজ্ঞাপনে ৩৬-২৪-৩৬ এর একটা মডেল চিৎ কাইৎ আঁকা বাঁকা হয়ে সুর কেরে ঢং করে শেষে কি তার বাসার ঠিকানা দিয়া যায় ? নাকি ঐ লজেন্সের লেবেল দিয়া যায় । আরে বাল বেচবি যখন লজেন্সই, তাইলে সেটাই ভালো করে দেখা ।
পণ্য যে দামে ক্রেতার কাছে পৌছায়, সেটা তার উৎপাদন দাম তো নয়ই এমনকি তার কাছাকাছিও কিছু নয় । অবশ্য অতিপ্রয়োজনীয় কিছু পণ্যের ক্ষেত্রে তা সত্য নয় । যেগুলার ক্ষেত্রে সত্য সেগুলার কথাই বলি । এদের বেশীরভাগই স্বল্প বা অপ্রয়োজনীয় এবং অনেক ক্ষেত্রেই ক্ষতিকর ও বর্জনীয় । এগুলোকে ছড়াতে গিয়েই প্রতারণার আশ্রয় নিচ্ছে উৎপাদকরা ।
এক জিনিস দেখিয়ে বেচে দিচ্ছে আরেক জিনিস । গ্রামের সুন্দরি চাচাত বোনকে দেখিয়ে, নিজের মেয়েকে গছিয়ে দেয়ার মত ।
পেপসির বিজ্ঞপণে রানী মুখার্জির সুন্দর রানের অথবা ভারাক্রান্ত বুকের কি ভূমিকা আছে আমি বুঝে উঠতে পারি না । এক বালকের মনে আরো কিছু চায়
, আর বলা নেই কওয়া নেই , রুপকথার পরীর মত ,কোত্থেকে জাইংগা ব্লাউজ পরা রানী এসে নেচে কুদে রান খেলিয়ে কোমর ঝাঁকিয়ে শেষে বেকুবের মত, একটা পেপসির বোতন ধরিয়ে দিয়ে চলে গেল ।
এই ছিল তোর মনে ।
তাহলে এত ঘাম ঝরালি কেন মাগী ?
বাংলা সিনেমার বিজ্ঞাপনকেও নাকি সেন্সর বোর্ডের খবরদারি অতিক্রম করতে হয় । পাবলিক প্লেসে দেয়ালে সাঁটা হবে, শিশুরাও দেখতে পারে একটু রাখঢাকের দরকার আছে ঠিকাছে, কিন্তু তারপরও মনে হয় এই বিজ্ঞাপনগুলার স্রষ্টাদের অন্তন সততাবোধ আছে । তারা সিনেমাতে যতটা খোলামেলাভাবে দেখানো হবে আনুমানিক তার সাথে সামন্জস্য রেখেই পোস্টারগুলা বানায় । তারাতো এক জিনিস দেখাইয়া আরেক জিনিস বেচতে চায় না । চাইলেও বরং যা দেখায় তার চাইতে ভালোটা বিক্রী করে ।
ওদের এ সততার জন্য একটা বিবৃতি দিতে পারলাম কই আমরা । যে দেশে সৎ লোক তার সততার স্বীকৃতি পায় না, সে দেশে সৎ লোক কিভাবে জন্মাবে ।
বিজ্ঞাপণ হচ্ছে সাবানের, আর ঐশ্বরিয়া তার আধখোলা ব্লাউজ পরে নেচে কুদে হয়রান ।
শা-লী, দুধ দেখাইয়া সাবান বেচো, শরম করে না ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।