আমাদের কথা খুঁজে নিন

   

হাত বাড়িয়ে দাও

তোরা সব জয়ধ্বনি কর ঐ নতুনের কেতন উড়ে কাল বৈশাখীর ঝড় - একটা উদ্দীপনার মাঝে নিজেকে হারায়।
অামার অাকাশটা সুন্দর ঘনকালো মেঘ যদি তাতে এসে জমে যায় তুমি থমকে দাড়িও অামি রঙ ছটা দেবো তোমায় তুমি নীলে ছুয়ে যাবে তাতে অাড়ালে মুচকি হাসবে ক্ষনে অাবার মলিন হবে যেমনটা হয় রোদ্র ছায়ার খেলায় অামার অতৃপ্ত কামনা অামি বৃষ্টি হয়ে তোমায় ছুব তুমি সাময়িক উদাসীনতায় নিজেকে হারিয়ে ফেলবে ঘরমুখী পা বাড়িযে অাবার পিছু হটবে কাকভেজা হয়ে তুমি বৃষ্টিতে ভিজবে ঘন বরষায় বৃষ্টিস্নাত মুখে তোমার অাচড়ে পড়া চুল এলিয়ে দিবে একটা অমলিন তৃপ্তিতে অামার ঘন কালো মেঘ রাশি সরে যাবে রঙধনুর রঙে সাজবো নিজেকে যা কিছু সুন্দর সবটুকু নিয়ে তা দেখে তুমি দুহাত বাড়িয়ে দিবে অামাকে পেতে চাইবে এইতো অামার চাওয়া এইতো অামার পাওয়া অামি অপেক্ষায় থাকব , তুমি এসো ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।