যা তুমি আগামিকাল করতে পার, তা কখনো আজ করতে গিয়ে ভজঘট পাকাবে না...
খেলার মাঠে স্ট্রিকার নিরাপত্তারক্ষীদের জন্য মুর্তিমান আতঙ্ক। কোনো তুমুল উত্তেজনাপূর্ণ খেলা চলছে। মাঠ ভর্তি দর্শক। হঠাৎ দেখা গেল কোন এক ফাঁক দিয়ে দৌড়ে মাঠে ঢুকে পড়েছে এক পাগল কিসিমের লোক, গায়ে মাশাল্লা জন্মদিনের পোষাক। মঠে নেমেই এ মাথা থেকে ও মাথা ভো দৌড়।
দর্শকদের হৈ হৈ... টিভি কমেন্টেটরের জন্য বিব্রতকর অবস্থা। লোকটির কোনো ভ্রক্ষেপ নেই। তার সঙ্গে নিরাপত্তারক্ষীদের চলছে চোর পুলিশ খেলা।
এ ধরনর স্ট্রিকিংয়ের মধ্যে সম্ভবত সবচেয়ে বিখ্যাত হয়ে আছে টুইকেনহ্যাম মাঠে ১৯৭৪ সালে ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে রাগবি খেলায় মহান যিশুর চেহারা নিয়ে ছুটে আসা স্ট্রিকার মাইকেল ও'ব্রায়েনের ছবি। এ ছবিটির নামও দি টুইকেনহ্যাম স্ট্রিকার।
খেয়াল করে দেখুন পেছনের লোকটি কী অসম্ভব দুশ্চিন্তায় ছুটে আসছে হাতে ওভারকোট নিয়ে। সমানের লোকটি (পুলিশ) তার মাথার হ্যাট দিয়ে ঢেকে দিচ্ছে লোকটির নগ্নতা।
সবচেয়ে কৌতুককর বিষয় হলো যে টুপিটি দিয়ে লাকটিকে ঢেকে দেয়া হচ্ছে, সেটি রাজকীয় পুলিশের টুপি বলে ওর মধ্যে লেখা ছিল 'ইহা মহামান্য রাণীর সম্পত্তি!'
......................................................................................
এ ছবিটি ১৯৭৪ সালে লাইফ ম্যগাজিনের পিকচার অফ দি ইয়ার অ্যাওয়ার্ড পায়। পাশাপাশি পেয়েছিল স্পের্টস শাখায় ওয়ার্ল্ড প্রেস ফটো। ছবিটি তুলেছিলেন ফ্রিল্যান্স ফটোগ্রাফার ইয়ান ব্র্যাডশ'।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।