যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। ব্লগে সবসময়য় যারা জামায়াত ও শিবির নামক পাকিস্তানি ডুপ্লিকেট প্রোডাক্টগুলোর বিরুদ্ধে কথা বলছে তাদের শত্রু জামায়াত শিবির তো আছেই, এখন দেখি বিএনপি করে এমন ব্লগাররাও জামায়তিদের মত করেই, ঠিক একই সূর-তাল-লয়-ছন্দে সুন্দর ভাবে গাইছে সাম্যের গান। এখন আপনি যদি জামায়াতিদের কিছু বলেন, ওদের বড় বড় উর্দু বুলির সাথে আপনাকে ফ্রিতে দেওয়া হবে কিছু বাংলা বাহবা।
আপনাকে বলা হবে হাম্বালীগ, আপনি আওয়ামীলীগ, আপনি আওয়ামীলীগ, আপনি আওয়ামীলীগ!
যারা জামায়াতের বিরোধিতা করি, তারা আসলে কি হতে পারে?
♣ একজন খাঁটি আওয়ামীলীগ এর সমর্থক।
♣ একজন দেশপ্রেমিক, যে কিনা মুজিব ও একাত্তুরে বিশ্বাস করে।
♣ একজন শুধুই দেশপ্রেমিক যে কিনা জামায়াতের মত সাম্প্রদায়িক অথবা কারো ক্ষেত্রে পাকিস্তান উৎসমুখ থেকে প্রবাহিত দলকে মনে প্রানে ঘৃণা করে।
♣ আর খুব খুব খুব কম ক্ষেত্রে, সে একজন জাতীয়তাবাদী, যে কিনা সত্যি জামায়াতকে ঘৃণা করে, কারন সে দেশকে ভালবাসে।
#মোটকথা দেশপ্রেমিক মাত্রই জামায়াতকে ঘৃণা করতে বাধ্য।
জামায়াতিরা নিজেরাই দাবি করে ইসলামে নাকি জাতীয়তাবাদ বলতে কিছু নেই। বিএনপির ভাইয়েরা মাইন্ড খাইয়েন না, জাতীয়তাবাদ ওরা দেশ প্রেম বুঝায়।
► বিষয়টি খুব স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে যে জাতীয়তাবাদীরা জামায়াতকে সমর্থন দিচ্ছে, হয় মোরালি না হয় একেবারে গায়ে উঠে পড়ে। একে বলে সমর্থনের খাতিরে সমর্থন বিরোধিতার খাতিরে বিরোধিতা।
►►►তো জামায়াতকে সমর্থন দিয়ে কি বিএনপি অন্যায় করেছে বা করছে? উত্তর হচ্ছে ১০০০০০০০০০..............∞ বার হ্যাঁ! এখন কাঁদেন, মরেন, মাথা আছড়ান এইটা ধ্রুব সত্য।
ইতিহাস কপচানোর সময় ইচ্ছা কোনটাই নাই, সবাই জানে, জাতীয়তাবাদীরাও।
দেশপ্রেমিক= আওয়ামীলীগ? ►►► না!
♣ আর যদি বলেন হ্যাঁ? তাহলে জাতীয়তাবাদীরা কি?
তাই দেশের পক্ষে জামায়াতের বিপক্ষে লড়লে ট্যাগ লাগান হাম্বালিগ? নিজের গায়েও কি সাথে সাথে রাজাকার ও পাকিস্তানি দালাল এবং দেশবিরোধী ট্যাগ লাগিয়ে নিলেন না????
►►আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনারা এড়িয়ে যাচ্ছেন, আওয়ামীলীগের সমর্থকেরা না রাজাকার সমর্থন করে না একাত্তুরের কলংকজনক অধ্যয়ায়ের ভাগিদার তারা!!! তাই তাদের যদি রাজনীতি করতেই হয়, ব্লগে আওয়ামীলীগের পক্ষেই থাকতে হয়, তাই তারা খুব ভালভাবেই একজন আওয়ামীলীগ সমর্থন হিসেবে থাকতে পারে। কি বলবেন আপনারা তাকে?!
উদাহরণ? অমি রহমান পিয়াল, আছেন না? কি সমস্যা? কিছু করতে পারছেন জাতীয়তাবাদীরা? আওয়ামীলীগ রাজনীতি করতে চাইলে গলা ফাটায় দিয়া করতে পারে, তাদের নেতা নিজামি না যে লুকাচুরি খেলতে হবে। তাই ওই “ছুপা” তত্ত্ব আওয়ামীলীগের বেলায় খাটেনা!
যারা তারপরও জোরে করে জামায়তবিরোধীদের আওয়ামীলীগ সমর্থক ট্যাগ দেন, তাদের মুখে, সে জামায়াত হোক বা বিএনপি, পিছা মারি আমি! আমার স্যান্ডেল তার মুখ। পরিচয় যাই হোক।
◄► জামায়াতের মত কালসাপ বুকে লালন করলে বুকে ছোবলটা বিএনপিই প্রথমে খাবে। ভাই ভাই মিলে যান আপত্তি নাই, তবে মুজিবকে অপমান করতে যাবেন না, কালি জিয়া বা খালেদা আপার গায়েই তখন বেশি পরিমানে গিয়ে লাগবে, কারন কালির পরিমান কার কত সবারই জানা।
◄◄ আর জায়ামাতিদের বিরুদ্ধে চুপ আছেন বা তাদেরকে যারা আক্রমন করেন তাদের বিরুদ্ধে দুইটা কথা বইলা মনে অনেক শান্তি পাওয়া তথাকথিত “খালেদা ব্রেইনের জাতীয়তাবাদীদের বলি,” বাস্তবতা হলো ছাগবান্ধব বা ছাগু বলতে যা বুঝায় আপনারাও তাহাই! দলকে সমর্থন করতে গিয়ে অন্ধ হয়ে গেছেন। আয়নায় নিজের চেহারাটা দেখুন, তারপরে একটা ছাগলের ছবি ডাউনলোড করুন, দেখেন মিলে যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।