আমাদের কথা খুঁজে নিন

   

যার যাবার কথা নয়



ঝরে পড়া ফুলেও গন্ধ থাকে , যারা শিল্পী নয় তারাও সুখের ছবি আঁকে, চলে যাওয়া মানুষগুলোও তো মনের আঙ্গিনায় হাটে- যারা গায়ক নয় - তারাও গান গায় যারা চাতক নয়- তারাও তো জ্বোস্না যাচে, পু্র্ণিমায় যে সব স্বৃতি চারণে সিক্ত আখি সে সব স্বৃতিই দু:খের নয় || নীলাকাশ ধেকে যায় সাদা মেঘে তাই বলে কি আকাশ নীল হারায়? অঝর বর্ষণে কত মেঘ ঝরে তাই বলে কি মেঘ ফুরিয়ে যায়? জ্বোনাকীর আলো আধারীতে চেয়ে রাত ভোর হলেই কি ভালবাসা হয়ে যায়? শীতে ভুল করে কোকিল ডেকে উঠলেই কি বসন্ত ছুয়ে যায় ? যার যাবার কথা নয়, সে চলে গেলেই কি ফুরিয়ে যায়?? একদিন তোমার মন ছুয়েছিলাম তাই কি আজো আমি তোমার মনের মানুষ? একদিন তোমার মনের সাড়া পেয়েছিলাম তাই কি আজো আমি তোমার আপন পুরুষ? একদিন তোমাকে ভালবেসেছিলাম তাই আজো কি আমি প্রেমিক? একদিন আমি চোখের জল ঝরিয়েছিলাম তাই আজো কি আমি বিরহী ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।