নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই
রমজানের রোজার মুল উদ্দেশ্য সংযম হলেও ইফতারের প্লেট দেখে তা কিন্তু মনে হয়না। তেমনি রোজা শুরুর ১৫ দিন আগে থেকেই শুরু হয় ঈদ শপিং এর প্রস্তুতি। প্রত্যেকেরই মনে জাগে ঈদের দিন আকর্ষনীয় পোশাকে নিজেকে সজ্জিত করতে। আর বাহারী পোশাকের জোগান দিতে রয়েছে শত শত ফ্যাশন হাউস।
এবারের ঈদে নামী-দামী ফাশন হাউস গুলোর দামী ড্রেসের পাশাপাশি সহনীয় দামে বাহারী পোশাকও পাবেন বিভিন্ন ফ্যাশন হাউসগুলোতে।
মান্ত্রা
আড়ং
রং
কেক্র্যাফ্ট
অঞ্জনস
বাংলারমেলা
নারীমেলা
সাদাকালো
চৈতী সহ আরো অনেক ফ্যাশন হাউসগুলো এনেছে সবার জন্যই রং-বেরং এর বাহারী পোশাক। এছাড়াও মিরপুর-১ থেকে শুরু করে মিরপুর-১০ হয়ে মিরপুর ১১ পর্যন্ত এই পথের পাশেই রয়েছে অসংখ্য ফ্যাশন হাউসের শোরুম। পারলে ঢু মেরে আসতে পারেন। আর ঘরে বসেই তাদের ডিজাইনগুলো এক ঝলক দেখে নিতে চাইলে ঢু মারতে পারেন বাংলাদেশী ইকমার্স সাইটগুলোতে-
http://www.muktobazaar.com/
http://www.deshimegashop.com/
http://www.adhuli.com/
http://www.hvbebazaar.com/
http://www.deshigreetings.com/
http://www.bivob.com/
http://www.tazabazar.com/
http://www.giftmela.com
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।