আমাদের কথা খুঁজে নিন

   

এত A+ যেমন আনন্দের তেমনি বেদনার।



এতগুলো A+ পেয়েছে শুনেই মনটা আনন্দে ভরে এল। তবে কষ্ট এল কিছুক্ষণ পরেই। যখন দেখি মানুষ হিসেবে A+ দেয়া যায় এরকম কাউকে চোখে বাধে না। সবাই শুধু পরীক্ষায় A+ পেতে চায় কিন্তু মানুষ হিসেবে পাশ করার ইচ্ছে ও থাকে না। ২২,০৪৫ টি A+ নিশ্চয়ই আনন্দের।

কিন্তু এর দাম থাকবে কি যদি আমরা মানুষ হিসেবে এর ভিতর একটি ও A+ না পাই। একজন ছাত্র SSC এবং HSC পরীক্ষার সময় পর্যন্ত জানে এগুলোই জীবনের সবচেয়ে বড় পরীক্ষা । কিন্তু জীবনের বিশালতায় তো প‌্রতি মূহুর্তে একজনকে পরীক্ষা দিতে হয়। এসব পরীক্ষায় পাশ করতে হলে চাই যথাযথ প্রস্তুতি। আমার আশা এসব পরীক্ষার্থীরা যেন শুধু সার্টিফিকেটধারী না হন।

তারা হবেন আলোকিত মানুষ। তাদের জন্য রইল শুভকামনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।