মানুষের চরিত্র বড়ই জটিল আর জটিল চরিত্রের মানুষকে নিয়ে কিছু লেখা আরো জটিল।
কে নিরপেক্ষ?
প্রথমেই আপনাদেরকে একটা ফালতু প্রশ্ন করলাম বলে কিছু মনে করবেননা প্লিজ।
আমার চার বছরের ছেলে লাবীব। ওকে প্রশ্ন করলাম বলতো আব্বু, তোমাকে কে বেশি আদর করে?
-কেন তুমি, ও চট করে আমার প্রশ্নের জবাব দিল। (ওর আম্মু তখন পাকের রুমে ছিল)
যখন ওর আম্মু রুমে আসল তখন আবরো একই প্রশ্ন করলাম।
এবার কিন্তু সে একই উত্তর দিলনা। বরং বলল তোমরা দুজনেই আমকে বেশি আদর কর। আমার বিশ্বাস, আমার আড়ালে যদি আমার স্ত্রী ছেলেকে এমনটি প্রশ্ন করে তবে ছেলে বলবে, আম্মু তুমিই আমাকে বেশি আদর কর। ব্যাপারটা একেবারেই সহজ। প্রথিবীর কেউই নিরপেক্ষ নয়।
বেশ কিছুদিন থেকে দেখছি দেশের প্রায় সব প্রত্রিকায় একটা বিষয় নিয়ে বেশ লেখালেখি হচ্ছে। দেশে কি হচ্ছে! কি হবে! দেশ কোনদিকে যাচ্ছে? ইত্যাদি ইত্যাদি।
কেউ বলছে আলোচনার দরকার তো কেউ বলছে আলোচনার সব পথ বন্ধ কেউবা আবার আলোচনা জন্য বিশেষ শর্ত জুরে দিচ্ছে। বারে দেশ আর দেশপ্রেমিক!!!
একপক্ষ বলছে অনির্বাচিত শক্তির হাতে ক্ষমতা দেওয়া যাবেনা। অন্যপক্ষ বলছে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন হতে পারেনা।
যারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথা বলছেন আমি তাদেরকে বলি- কাকে নিরপেক্ষ বলবেন? আমি যদি নিরপেক্ষ হিসাবে মন্টুর কথা বলি তো আপনি বলবেন ঝন্টুর কথা। কেননা এটাই যে আমাদের চরিত্র। কি, বিশ্বাস হচ্ছেনা? চলুন প্রমাণ দিচ্ছি।
গত নির্বাচনের আগের নির্বাচনে বিএনপি যখন রেকর্ডসংখ্যক আসন পেয়ে নির্বাচিত হল তখন প্রধান বিরুধীদল আওয়ামিলীগ বলল- নির্বাচনে কারচুপি করা হয়েছে।
আবার গত নির্বাচনে যখন আওয়ামিলীগ অতীতের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়ে নির্বাচিত হলো তখনও প্রধান বিরুধীদল বিএনপি বলল- নির্বাচনে কারচুপি করা হয়েছ।
তাইতো আমি প্রশ্ন করি
কাকে নিরপেক্ষ বলবেন? যে আপনাকে সাপোর্ট করবে শুধুই তাকে?
কখন নিরপেক্ষ বলবেন? যখন নির্বাচনে আপনার দলের জয় হবে শুধুই তখন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।